রোববার   ২১ ডিসেম্বর ২০২৫   পৌষ ৭ ১৪৩২   ০১ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৩১

ভালুকায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনকের জন্ম শতবার্ষিকী পালিত

আশিকুর রহমান শ্রাবণ ভালুকা প্রতিনিধি

প্রকাশিত: ১৭ মার্চ ২০২১  

দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহের ভালুকায় পালিত হয়েছে জাতির জনক বয্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। এ উপলক্ষে বুধবার (১৭মার্চ) ভোরে উপজেলা প্রশাাসনের আয়োাজনে শতবার তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল জানিয়ে কেককেটে দিবসটির  শুভ সূচনা করা হয় । পরে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যলী  বের করা । এতে সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র ডাঃ এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ূম, সুপ্রিম কোর্টের এটর্নি জেনারেল আশরাফুল হক জর্জ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান ডঃ সেলিনা রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুনসহ  বীর মুক্তিযোদ্ধা,আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সর্বস্তরের জনগণ অংশ নেয়। 

পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা সালমা খাতুনের সভাপতিত্বে সহকারী কমিশনার (ভ’মি) মাইন উদ্দিনের সঞ্চালনায় বঙ্গবন্ধু’র জীবনী ও শিশুদের নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. শওকত আলী, পৌর মেয়র ডাঃ এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ূর্ম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান ডঃ সেলিনা রশিদ, মডেল থানা অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান এস.এম আকরাম হোসাইন, কৃষকলীগ সভাপতি আহসান হাবীব মোহন, সেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক জাকির হোসেন শিবলী, ছাত্রলীগ সভাপতি মনিরুজ্জামান মামুনসহ বীর মুক্তিযোদ্ধাগন।  আলোচনা শেষে  শিশুদের বিভিন্ন প্রতিযোতার উপর  বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিবসটির সমাপ্তি ঘটে।

এই বিভাগের আরো খবর