শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ৫ ১৪৩২   ২৮ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৬৬

বেনাপোলে ১৫ কেজি গাঁজাসহ আটক -১

বেনাপোল (যশোর) প্রতিনিধি:- 

প্রকাশিত: ২১ আগস্ট ২০২১  

বেনাপোল সীমান্তের ধান্যখোলা  গ্রামের বিলপাড়ায় অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ লিয়াকত হোসেন(৩২)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। 
শনিবার (২১ আগষ্ট) বিকালে  তাকে বেনাপোলের ধান্যখোলা গ্রামে থেকে আটক করা হয়।
আটক  লিয়াকত হোসেন বেনাপোল পোর্ট থানার  ধান্যখোলার  কালু মিয়ার ছেলে।
পুলিশ জানায়,  এক মাদক ব্যবসায়ী ভারত থেকে বিপুল পরিমান গাঁজা এনে ধান্যখোলা গ্রামের বিলপাড়া এলাকায় মজুত করেছে, এমন খবর পেয়ে  বেনাপোল পোর্ট থানার এসআই সোহেল রানা, এসআই- তৌফিকুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ১৫ কেজি গাজাসহ আটক করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৪,৫০,০০০/= (চার লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানায়, তার বিরুদ্ধে  মাদক মামলা দিয়ে যশোর কোর্টে পাঠানো হবে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বেনাপোল পোর্ট থানায় যোগদানের পর থেকেই একের পর এক মাদকের চালান আটক করছে।
 

এই বিভাগের আরো খবর