বৃহস্পতিবার   ১১ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২৬ ১৪৩২   ২০ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৬

বেআইনি ও অনুমোদনহীন সমাবেশ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে ডিএমপি

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫  

আগামীকাল (১১ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তফসিল প্রকাশের পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ এবং আন্দোলন পরিচালনা থেকে বিরত থাকতে সবাইকে আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই নির্দেশনা মানার জন্য ডিএমপিও অনুরোধ করেছে।

 

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, নির্দেশনা লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এ বিষয়ে সম্মানিত নগরবাসীর সহযোগিতা কামনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

 

নির্বাচন ও গণভোটের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি), দেশের সকলের দৃষ্টি তফসিল ঘোষণার দিকে। ইসি সচিব আখতার আহমেদ বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে সাংবাদিকদের জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে আগামীকাল (১১ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টায়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জাতির উদ্দেশে ভাষণে তফসিল ঘোষণা করবেন।

এই বিভাগের আরো খবর