রোববার   ১৯ অক্টোবর ২০২৫   কার্তিক ৪ ১৪৩২   ২৬ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৭৬

বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ‘সর্বজনগ্রাহ্য’ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৪  

বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তিতে ‘সর্বজনগ্রাহ্য’ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে সভা শেষে এ তথ্য জানানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) প্রফেসর এম আমিনুল ইসলামের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে গুচ্ছ প্রক্রিয়ায় ভর্তির বিষয়ে সকল বিশ্ববিদ্যালয় উপাচার্যদের সঙ্গে সভা হয়।

এ সময় গুচ্ছ প্রক্রিয়ায় ভর্তির বিষয়ে বিভিন্ন সুবিধা এবং অসুবিধা নিয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্যদের মতামত গ্রহণ করা হয়। বিশ্ববিদ্যালয়ে ভর্তির সঙ্গে সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে একটি সর্বজনগ্রাহ্য ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর