মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫   পৌষ ২ ১৪৩২   ২৫ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৬

বিশ্বরেকর্ড

বিজয় দিবসে একসঙ্গে ৫৪টি পতাকা হাতে প্যারাস্যুটিং!

তরুন কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫  

স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উদযাপনে এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁও পুরোনো বিমানবন্দর সংলগ্ন প্যারেড গ্রাউন্ডে একসঙ্গে ৫৪ জন প্যারাট্রুপার পতাকা হাতে স্কাই ডাইভিং বা প্যারাস্যুটিং করে বিশ্ব রেকর্ড গড়েছেন।

সশস্ত্র বাহিনীর উদ্যোগে আয়োজিত এই ব্যতিক্রমী প্রদর্শনীটি হলো বিশ্বের বুকে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং করার নতুন রেকর্ড।

 

 

প্যারাট্রুপার প্রদর্শনীতে অংশ নেন 'টিম বাংলাদেশ'-এর ৫৪ জন প্যারাট্রুপার। এই ঐতিহাসিক আয়োজন সরাসরি প্রত্যক্ষ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

 

এদিকে, মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই মনোমুগ্ধকর ‘এয়ার শো’ দেখতে ঢাকার তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরে সাধারণ মানুষের ঢল নামে। বেলা ১১টার দিকে দেখা যায়, আগারগাঁও-সংলগ্ন বিমানবন্দরের ফটকে দর্শনার্থীদের দীর্ঘ সারি। নিরাপত্তা তল্লাশি শেষে সবাইকে অনুষ্ঠানস্থলে প্রবেশ করানো হয়। সেনাবাহিনী, বিমানবাহিনী ও বিজিবির সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

 

প্যারাস্যুটিং প্রদর্শনী ছাড়াও, অনুষ্ঠানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে জমকালো ফ্লাইপাস্ট মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ বিমানবাহিনীর বিভিন্ন বিমান ও হেলিকপ্টার আকাশে দৃষ্টিনন্দন মহড়া প্রদর্শন করে।

এই অনন্য বিশ্বরেকর্ড স্থাপন করে বাংলাদেশ তার স্বাধীনতার ৫৪ বছর পূর্তিকে আরও স্মরণীয় করে রাখল।

এই বিভাগের আরো খবর