বুধবার   ০৫ নভেম্বর ২০২৫   কার্তিক ২০ ১৪৩২   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৫

বিএনপিতে যোগ দিলেন জুলাই শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন

প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৫  

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর যমজ ভাই ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ) বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন।

 

মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপির সদস্যপদ গ্রহণ করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

বিএনপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্নিগ্ধ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করে দলের সদস্যপদ গ্রহণ করেন। এ সময় তার বাবা মোস্তাফিজুর রহমান, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক উপস্থিত ছিলেন।

 

গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের সেপ্টেম্বর মাসে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়। প্রতিষ্ঠাকালেই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান স্নিগ্ধ, পরবর্তীতে তিনি প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বে আসেন। তবে চলতি বছরের ৮ মে তিনি সেই পদ থেকে সরে দাঁড়ান।

 

বর্তমানে মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ) বাংলাদেশ স্কাউটসের উপপ্রধান জাতীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে বিএনপিতে স্নিগ্ধর যোগদান দলটির জন্য প্রতীকী গুরুত্ব বহন করে। কারণ, জুলাই গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে উদীয়মান তরুণ প্রজন্মের মধ্যে যে রাজনৈতিক প্রত্যাশা তৈরি হয়েছে, বিএনপি সেই মনোভাবকেই নিজেদের দিকে টানতে চায়। বিশেষ করে স্নিগ্ধর পারিবারিক পটভূমি ও জুলাই আন্দোলনের প্রতীকী ইতিহাস বিএনপির রাজনৈতিক বার্তাকে প্রভাবিত করতে পারে বলে মনে করছেন অনেকে।

এই বিভাগের আরো খবর