শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২১ ১৪৩২   ১৫ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১২

প্রার্থীজট নিরসন: বাকি ২৯টি আসনের নাম ঘোষণা কবে?

তরুন কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫  

দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংকটজনক শারীরিক অবস্থা এবং বিদেশ যাত্রার প্রস্তুতির মধ্যেও রাজনৈতিক কর্মকাণ্ডে স্থবিরতা রাখতে চায় না বিএনপি। দলের হাইকমান্ড সিদ্ধান্ত নিয়েছে, নেত্রীর চিকিৎসার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পেলেও, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যক্রম এবং নির্বাচনী প্রস্তুতি পুরোদমে শুরু করতে হবে।

 

গতকাল মাগুরায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব ১৫ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের যে ঘোষণা দিয়েছেন, এরপরই বিএনপি নড়েচড়ে বসেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে নেতাকর্মীদের ‘আবেগ সামলে রাজনীতিতে ফেরার’ কঠোর নির্দেশনা দিয়েছেন।

 

 

বিএনপি বর্তমানে একটি ‘দ্বিমুখী কৌশল’ নিয়ে এগোচ্ছে:

 

১. চিকিৎসা ও বিদেশ যাত্রা: দলের জ্যেষ্ঠ নেতাদের একটি অংশ এবং পরিবার খালেদা জিয়ার বিদেশ যাত্রা ও চিকিৎসার বিষয়টি তদারকি করবেন। আজ কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা এবং আগামীকাল তাঁর লন্ডনে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

 

২. নির্বাচনী রোডম্যাপ: খালেদা জিয়া দেশ ছাড়ার পরপরই দলের বাকি অংশ পুরোদমে নির্বাচনী প্রচারে নামবে।

 

 

দলীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েকটি কারণে বিএনপি আর সময় নষ্ট করতে চাইছে না:

 

  • নির্বাচনী ডেডলাইন: সরকার নির্বাচনের সময়সীমা (১৫ ফেব্রুয়ারি) ঘোষণা করায় হাতে সময় খুব কম।

  • অন্য দলের তৎপরতা: জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে মাঠ গোছানো শুরু করেছে। বিএনপি মনে করছে, এখন নিষ্ক্রিয় থাকলে ভোটের মাঠে তারা পিছিয়ে পড়তে পারে।

  • প্রার্থী তালিকা: ইতিমধ্যে প্রায় ২৭৩টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। বাকি আসনগুলো চূড়ান্ত করা এবং বিদ্রোহী প্রার্থীদের মানিয়ে নেওয়ার জন্য এখনই সাংগঠনিক তৎপরতা প্রয়োজন।

 

 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থায়ী কমিটির এক সদস্য জানান,

 

"ম্যাডামের অসুস্থতা আমাদের জন্য বেদনার, কিন্তু তাঁর স্বপ্ন ছিল গণতন্ত্র পুনরুদ্ধার। সেই লক্ষ্য পূরণে আমাদের নির্বাচনে জিততেই হবে। তাই কান্নাকাটি না করে সংগঠনকে শক্তিশালী করাই এখন প্রধান কাজ।"

 

আগামী সপ্তাহ থেকেই জেলা ও উপজেলা পর্যায়ে বিএনপির নির্বাচনী সমাবেশ এবং ধানের শীষের পক্ষে গণসংযোগ জোরদার করা হবে বলে জানা গেছে।

এই বিভাগের আরো খবর