রোববার   ০২ নভেম্বর ২০২৫   কার্তিক ১৭ ১৪৩২   ১১ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৭

প্রবাসীদের ভোটে নজর দিয়ে অনলাইন সদস্যপদ কার্যক্রমে গতি বিএনপির

তরুণ কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫  

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসী ভোটারদের দিকে নজর দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা মনে করছেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের উদ্যোগ শুধু সরকারের নয়, বিএনপির দীর্ঘদিনের দাবি। এ লক্ষ্যেই দলটি বিশ্বের বিভিন্ন দেশে কর্মসূচি হাতে নিয়েছে এবং প্রবাসীদের ভোটে অংশগ্রহণ বাড়াতে বিশেষ প্রচারণা চালানোর পরিকল্পনা নিয়েছে।

 

এরই মধ্যে নির্বাচন কমিশন (ইসি) বিদেশে থাকা বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার কার্যক্রম শুরু করেছে। যেসব দেশে এ কার্যক্রম চলছে, সেখানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রবাসীদের সহায়তা করছেন।

 

আগামীকাল (রোববার) প্রবাসীদের সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের অংশ হিসেবে বিএনপির ওয়েবসাইটে অনলাইন পেমেন্ট গেটওয়ে উদ্বোধন করবে দলটি। ঢাকার গুলশানে লেকশোর হোটেলের লা ভিটা ব্যাঙ্কুয়েট হলে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আর সভাপতিত্ব করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

বিএনপি নেতারা বলছেন, প্রবাসীদের জন্য অনলাইন সদস্যপদ কার্যক্রম চালুর মাধ্যমে প্রবাসে দলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে। এতে দলীয় কর্মকাণ্ডে প্রবাসীদের সম্পৃক্ততা বাড়বে এবং দেশের রাজনীতিতে তাদের সক্রিয় ভূমিকা নিশ্চিত হবে।

 

খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশের মোট ভোটার প্রায় সাড়ে ১২ কোটি। এর মধ্যে ১০ শতাংশের বেশি প্রবাসে অবস্থান করছেন। ইসির তথ্যমতে, ৪০টি দেশে প্রায় ১ কোটি ৪০ লাখ বাংলাদেশি প্রবাসী রয়েছেন, যার মধ্যে সৌদি আরবে সবচেয়ে বেশি—৪০ লাখেরও বেশি। এদের ৭০ শতাংশের মতো ভোটারের এনআইডি আছে বলে ধারণা করা হচ্ছে। ইসি আশা করছে, অন্তত ৫০ লাখ প্রবাসী এবার ভোট দিতে পারবেন।

 

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, প্রবাসীরা এবার ডাক বিভাগের সহযোগিতায় পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এতে মুখের ছবি ও এনআইডি যাচাইয়ের পর ডাকযোগে ব্যালট পাঠানো ও ফেরত পাঠানোর ডিজিটাল ব্যবস্থা থাকবে।

 

বিএনপি মনে করে, এই প্রক্রিয়া শুধু ভোটাধিকারই নয়, প্রবাসীদের সঙ্গে দলের সম্পর্কও আরও গভীর করবে। প্রবাসে থাকা নেতাকর্মীরা এখন সহজেই অনলাইনে সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য হতে পারবেন। দলটির নেতারা বলছেন, এটি দেশের বাইরে বিএনপির আর্থিক শৃঙ্খলা ও তথ্য-উপাত্ত ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনবে এবং প্রযুক্তিনির্ভর সংগঠন গঠনের পথে নতুন অধ্যায় খুলবে।

 

আগামী মঙ্গলবার প্রবাসীদের সমস্যা, সম্ভাবনা ও কর্মসংস্থান নিয়ে এক সেমিনারেরও আয়োজন করা হয়েছে। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দলের শীর্ষ নেতারা অংশ নেবেন।

 

মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান বলেন, “আমরা মাঠে নেমেছি। বাঙালি অধ্যুষিত এলাকায় ইউনিট কমিটিগুলো সক্রিয়ভাবে কাজ করছে। আশা করছি, প্রবাসে এই উদ্যোগ ফলপ্রসূ হবে।”

 

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু বলেন, “লস অ্যাঞ্জেলেসে এনআইডি কার্যক্রম শুরু হয়েছে। আমরা বিএনপির পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশিদের সহায়তা করছি। এতে প্রবাসীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে, যা ভোটের সময় বিএনপির পক্ষে ইতিবাচক প্রভাব ফেলবে।”

 

বিএনপির আশা, প্রবাসীদের ভোটে এবার তাদের নির্বাচনী সমীকরণে নতুন সম্ভাবনা তৈরি হবে।
 

এই বিভাগের আরো খবর