সোমবার   ০৬ অক্টোবর ২০২৫   আশ্বিন ২০ ১৪৩২   ১৩ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৮৮

পাকিস্তানি সমর্থকের বিদ্রূপের মুখে সাইফ আলি খান

তরুণ কন্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪ জুন ২০১৯  

গত ১৬ জুন ছিল ভারত-পাকিস্তানের ম্যাচ। মাঠে খেলা দেখতে যান সাইফ আলি খান। সঙ্গে ছিলেন তার আগামী ছবি 'জাওয়ানি জানেমন'র অভিনেত্রী আলেইয়া এফ। স্টেডিয়ামে ঢুকতে যাবেন, ঠিক তখনই একজন পাকিস্তানি সমর্থক অপমান করেন তাদের। 

সাইফের উদ্দেশে ওই ব্যক্তি ব্যঙ্গ করে বলতে থাকেন, 'ভারতীয় দলের একাদশ জলবাহক। উনি সব ছবিতেই পাকিস্তানিদের মেরেছেন। সবসময় নিজের দেশকে সমর্থন করেন।" সঙ্গে চলতে থাকে ভিডিও শ্যুটিং। কয়েকবার "অ্যায় সাইফু" বলে ডাকতেও শোনা যায় ওই ব্যক্তিকে। এমনকি আলিয়া এফকে 'বিটিয়া রানি' বলে মন্তব্য করেন ওই পাকিস্তানি সমর্থক। 

কিন্তু সাইফ আলি খান এসবে কোনো পাত্তাই দেননি। কারও প্ররোচনায় পা দেওয়ার পাত্র নন   তিনি। নবাবি ভঙ্গিতেই হাঁটতে হাঁটতে স্টেডিয়ামে ঢুকে যান। আলেইয়াকেও আগলে রাখেন।

এই বিভাগের আরো খবর