বুধবার   ২৬ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ১২ ১৪৩২   ০৫ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪

পশ্চিমা চাপ নেই, দিল্লি ও ফ্রান্স ইস্যুতে মুখ খুললেন

তরুন কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫  

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করতে পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে কোনো ধরনের চাপ অনুভব করছে না সরকার। বুধবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

 

তিনি বলেন, নির্বাচনী প্রক্রিয়ায় ভারত যদি পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নেয়, তবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)।

 

শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে দিল্লিকে পাঠানো চিঠির অগ্রগতি সম্পর্কে পররাষ্ট্র উপদেষ্টা জানান, নোট ভারবালের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি। তিনি বলেন, “দিল্লি থেকে এত দ্রুত উত্তর আশা করাও ঠিক নয়; কখন আসবে সেটিও বলা যাচ্ছে না।”

 

ফ্রান্স থেকে এয়ারবাস কেনার সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, চুক্তি হোক বা না হোক, এর ফলে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। দু’পক্ষের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকভাবে অটুট থাকবে।

 

এই বিভাগের আরো খবর