রোববার   ০২ নভেম্বর ২০২৫   কার্তিক ১৭ ১৪৩২   ১১ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৪৮

পবিত্র ঈদ ই মিলাদুননবী (সাঃ) এর মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৩  

২৭ শে সেপ্টেম্বর ২০২৩ ইং বুধবার অর্ধরাত্র ব্যাপী ঢাকা নারিন্দা মশুরীখোলা দরবারশরীফে পবিত্র ঈদ ই মিলাদুননবী (সাঃ) এর মাহফিলে এশীয়া মহাদেশের বর্তমান প্রখ্যাত অলীয়েকামেল,পীরেমোকামমেমল রাহনুমায়েশরীয়ত ঢাকা নারিন্দা মশুরীখোলা দরবারশরীফের পীরসাহেব কেবলা জনাব আলহাজ্ব শাহ্ মুহাম্মদ আহ্ছানুজজামান (মাঃ জিঃ আঃ) হুজুরকেবলার সাথে  ঢাকা নারিন্দা মশুরীখোলা দরবারশরীফ আনজুমানে আহ্সানীয় বাংলাদেশ কেন্দ্রীয় কার্য্যনির্বাহী কমিটির উপদেষ্টা আমি শাহজাদা সৈয়দ মোঃ ওমর ফারুক পীরসাহেব ও বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ড.সৈয়দ মোহাম্মদ শাহ্ এমরান এবং বাংলাদেশ জাতয়তাবাদী নাগরিক দল, কেন্দ্রীয় কার্য্যনির্বাহী কমিটির সহসভাপতি জনাব মোঃ ইসমাইল হোসেন  সরকার সাহেব উপস্থিত ছিলাম, আরোউলেলখ্য যে পবিত্র ঈদ ই মিলাদুননবী (সাঃ) এর মাহফলে  দেশবরেন্য ওলামায়েকেরাম ও মশুরীখোলা দরবারশরীফের হাজার হাজার ভকত আশেকান বৃন্দ উপস্থিত ছিলেন।