সোমবার   ১২ জানুয়ারি ২০২৬   পৌষ ২৯ ১৪৩২   ২৩ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৩৫

নীলফামারীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

মোঃ নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধিঃ

প্রকাশিত: ২২ জুলাই ২০২০  

নীলফামারীতে মাদক মামলার ৩বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত ২১জুলাই সদর থানার এএসআই মনসুর কর্তৃক অভিযান পরিচালনা করে নীলফামারী থানার গোড়গ্রাম কীর্তনীয়া পাড়ার মানিক চন্দ্র রায় এর ছেলে গিরিজা প্রসাদ (৩৯) করা হয়।

থানা সূত্রে জানা যায়, আসামী রাসেল বিপুল পরিমান ফেন্সিডিল সহ ডি এমপি নিউমার্কেট থানা এলাকায় ২০১০ সালে গ্রেফতার হন। যাহার মামলা নং-০১(০৭)২০১০।  আসামী  ফেন্সিডিলসহ আটক হওয়ার   বিজ্ঞ আদালত হতে  জামিনে মুক্তি নিয়ে  পলাতক হয়।  পরবর্তীতে সে কখনো বিজ্ঞ আদালতে হাজির না হলে বিজ্ঞ আদালত মামলার বিচার র্কায সম্পন্ন করে আসামীকে তিন বছরের সাজা প্রদান করেন । সাজার বিষয়টি জানার  পর আসামি ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন এলাকায় গা ঢাকা দিয়ে থাকে।

এই বিভাগের আরো খবর