বৃহস্পতিবার   ২৯ জানুয়ারি ২০২৬   মাঘ ১৬ ১৪৩২   ১০ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৯

নির্বাচন বাধাগ্রস্ত করতে ভেতরে ভেতরে ষড়যন্ত্র চলছে: তারেক রহমান

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬  

রাজশাহীর হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন যে, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন বানচাল করতে একটি মহল পর্দার আড়াল থেকে ষড়যন্ত্র চালাচ্ছে। দীর্ঘ ২২ বছর পর রাজশাহীর মানুষের সামনে সরাসরি হাজির হয়ে তিনি এই সতর্কবার্তা দেন এবং আগামী নির্বাচন যেন কেউ ক্ষতিগ্রস্ত করতে না পারে, সেজন্য নেতা-কর্মী ও সাধারণ মানুষকে সজাগ থাকার আহ্বান জানান।

 

তারেক রহমান তাঁর ভাষণে রাজশাহীর উন্নয়নে বেশ কিছু সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জানান, ধানের শীষ জয়ী হলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে। এছাড়া কৃষকদের সার ও বীজ সরাসরি পৌঁছে দিতে ‘কৃষি কার্ড’ এবং মায়েদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর ঘোষণা দেন তিনি। রাজশাহীর কর্মসংস্থান বৃদ্ধিতে অচল আইটি পার্ক সচল করা, পদ্মা ব্যারেজ নির্মাণ এবং বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্প (বিএমডিএ) পুনরায় পূর্ণদমে চালু করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

 

বিগত ১৬ বছরের নির্বাচনের সমালোচনা করে তারেক রহমান বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। ৫ আগস্টের পরিবর্তনের সুফল যেন সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটায়, সে লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। এ সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর জোর দিয়ে বলেন, ধর্ম নয়, বরং দেশের সব মানুষকে নিয়ে শান্তিতে বসবাস করাই বিএনপির লক্ষ্য। ভাষণ শেষে তিনি রাজশাহী বিভাগের ১৩ জন প্রার্থীর সঙ্গে উপস্থিত জনতাকে পরিচয় করিয়ে দেন।

এই বিভাগের আরো খবর