বুধবার   ১০ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২৬ ১৪৩২   ১৯ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৬

“নির্বাচন পাঁচ বছরের, গণভোট শত বছরের”: প্রধান উপদেষ্টা

রাফিউল ইসলাম তালুকদার

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫  

গণঅভ্যুত্থান-পরবর্তী প্রথম জাতীয় নির্বাচনকে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এই নির্বাচনকে সুন্দর, সুষ্ঠু ও স্মরণীয়ভাবে আয়োজন করতে হবে।

বুধবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সারা দেশের উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সঙ্গে ভিডিও কনফারেন্সে নির্বাচন প্রস্তুতি বিষয়ক দিকনির্দেশনা প্রদানকালে তিনি এ কথা বলেন। এ সময় সকল জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা অনলাইনে যুক্ত ছিলেন।

 

প্রধান উপদেষ্টা বলেন, “ইতিহাস আমাদের নতুন করে একটি সুযোগ দিয়েছে। অন্য কোনো জেনারেশন এই সুযোগ পাবে না। আমরা যদি এটি কাজে লাগাতে পারি, তাহলে নতুন বাংলাদেশ গড়তে পারব; আর না পারলে জাতি মুখ থুবড়ে পড়বে।”

তিনি বলেন, অতীতে অনুষ্ঠিত নির্বাচনের বেশ কিছুতে জনগণ প্রতারণার শিকার হয়েছে। তাই আগামীর নির্বাচন শুধুমাত্র আরেকটি প্রশাসনিক দায়িত্ব নয়, এটি একটি ঐতিহাসিক দায়িত্ব।

 

“নির্বাচন পাঁচ বছরের, গণভোট শত বছরের”: প্রধান উপদেষ্টা

ড. ইউনূস বলেন, আগামী নির্বাচন এবং গণভোট, দুটিই জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।“ নির্বাচন আগামী পাঁচ বছরের জন্য, আর গণভোট শত বছরের জন্য। গণভোটের মাধ্যমে আমরা বাংলাদেশের ভবিষ্যৎ স্থায়ীভাবে বদলে দিতে পারি,” যোগ করেন তিনি।

ভোটারদের গণভোট সম্পর্কে সচেতন করতে ইউএনওদের নির্দেশনা দিয়ে তিনি বলেন, ভোটারদের বোঝাতে হবে যাতে তারা স্পষ্ট সিদ্ধান্ত নিয়ে আসেন, “হ্যাঁ” দেবেন নাকি “না”।

 

প্রধান উপদেষ্টা ইউএনওদের প্রধান দায়িত্ব হিসেবে একটি শান্তিপূর্ণ, উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার কথা বলেন। তিনি নির্দেশ দেন, প্রতিটি পোলিং স্টেশন সরেজমিনে দেখে স্থানীয় পক্ষদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা শনাক্ত করে সমাধানের পরিকল্পনা গ্রহণ, নারীদের ভোটের অগ্রাধিকার নিশ্চিত করা, অপতথ্য ও গুজব প্রতিরোধে সক্রিয় থাকা এবং যেকোনো পরিস্থিতিতে সৃজনশীলভাবে দায়িত্ব পালন করতে।

ইউএনওদের দায়িত্বকে “ধাত্রী”-র সঙ্গে তুলনা করে তিনি বলেন, “ধাত্রী ভালো হলে শিশুই ভালো জন্ম নেয়।”

 

ড. ইউনূস জানান, শিগগিরই নির্বাচনের তপশিল ঘোষণা হবে। তিনি ইউএনওদের উদ্দেশে বলেন, “নির্বাচন সম্পন্ন হওয়া পর্যন্ত কখন, কীভাবে, কোন কাজ করবেন, এখনই পরিকল্পনা করে ফেলুন।”

 

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া, মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম, জনপ্রশাসন সচিব মো. এহছানুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এই বিভাগের আরো খবর