শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫   পৌষ ৫ ১৪৩২   ২৯ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৩৬

ঢাবি শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

তরুণ কন্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৭ জুলাই ২০১৯  

৭ কলেজের অধিভুক্তি বাতিলসহ ৪ দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একইসঙ্গে বৃহস্পতিবার বেলা ১১টায় আবারও আন্দোলনে মাঠে থাকার ঘোষণা দেয় দিয়ে শাহবাগে মোড় থেকে সরে যায় তারা।

বুধবার দুপুর ২টার দিকে এ ঘোষণা দেয় তারা। এরপর এই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনকারীদের মুখপাত্র শাকিল মিয়া জানান, বৃহস্পতিবার বেলা ১১টায় তারা টিএসসিতে ফের অবস্থান কর্মসূচি পালন করবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জন এবং বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা বলেন তিনি।

এর আগে বুধবার দুপুর ১২টায় শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্তি থেকে সরকারি ৭ কলেজকে বাদ দেওয়ার দাবিতে তারা বিক্ষোভ করেন। এর ফলে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। সরেজমিনে দেখা যায়, শাহবাগের সড়ক অবরোধ করায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

এই বিভাগের আরো খবর