বৃহস্পতিবার   ০১ মে ২০২৫   বৈশাখ ১৮ ১৪৩২   ০৩ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১১৫

ডেঙ্গু আক্রান্ত আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১০

স্বাস্থ্য

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৩  


 শনিবার (৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১০ নতুন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৭ জন এবং ঢাকার বাইরে ৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে সারা দেশে মোট ৪২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৫ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ১৭ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৫৮৮ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২৮৫ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ৩০৩ জন রয়েছে।
একই সময়ে সারা দেশে মোট ছাড়প্রাপ্ত ডেঙ্গু রোগী ৫৩৯ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ২৫৬ জন, ঢাকার বাইরে সারা দেশে ২৮৩ জন। 
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৭ জনের মৃত্যু হয়েছে। 

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যান।