রোববার   ২১ ডিসেম্বর ২০২৫   পৌষ ৭ ১৪৩২   ০১ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৩৮

টঙ্গীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৭ মার্চ ২০২১  

গাজীপুরের টঙ্গীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে টঙ্গী থানা আওয়ামীলীগের উদ্যোগে জন্মশত বার্ষিকী উদযাপিত হয়েছে। 

বুধবার ১৭ মার্চ প্রথম প্রহরে ১২টা ০১মিনিটে মহানগরীর টঙ্গী নতুন বাজারস্থ দলীয় কার্যালয় কেক কাটার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।  এ সময় সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মতিউর রহমান মতি। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক, মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্মসাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, টঙ্গী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সরকার বাবু, টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক (ভারপ্রাপ্ত) সভাপতি ইকবাল হোসেন পাঠান, মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হুমায়ুন কবির বাপ্পি ৪৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের  যুগ্ন আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম, ৪৬ নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি শাহজাদা সেলিম লিটন, যুবলীগ নেতা আক্তার সরকার, আওয়ামীলীগ নেতা আলী হোসেন, যুবলীগ নেতা জসিম মাদবর সহ আওয়ামী অঙ্গ সংগটনের নেতা কর্মীরা। আলোচনা সভা শেষে ফানুস উড়িয়ে আনন্দ উদযাপন করা হয়।

এই বিভাগের আরো খবর