বুধবার   ১২ নভেম্বর ২০২৫   কার্তিক ২৭ ১৪৩২   ২১ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১১০

জেলেদের জালে মাছ নয়, মিলবে প্লাস্টিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৩  

অতিরিক্ত প্লাস্টিক দ্রব্যের ব্যবহার বৃদ্ধিতে সমুদ্রে মারাত্মক দূষণ বেড়েই চলেছে। এ জন্য প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণের ওপর গুরুত্বারোপ করা করেছেন সমুদ্র গবেষকরা।
‘বাংলাদেশে সমুদ্র বিজ্ঞান শিক্ষা ও গবেষণার ৫০ বছর পূর্তি’ উপলক্ষে আয়োজিত সেমিনারে বক্তরা। ছবি: সময় সংবাদ

শনিবার (১১ ফেব্রুয়ারি) বাংলাদেশে সমুদ্রবিজ্ঞান শিক্ষা ও গবেষণার ৫০ বছরপূর্তি উপলক্ষে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি বিভাগের যৌথভাবে আয়োজিত এক সেমিনারে আলোচকরা এমন তথ্য জানিয়েছেন।

সমুদ্র গবেষকরা জানান, মানুষের ব্যবহার্য্য শত শত টন অপচনশীল প্লাস্টিক সাগরে চলে যাচ্ছে। এতে করে আগামীতে জেলেদের জালে মাছের চেয়ে প্লাস্টিকই উঠে আসবে। 
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে।

এদিকে সেমিনারে বাংলাদেশে সমুদ্রবিজ্ঞান শিক্ষা ও গবেষণা: অর্জন, চ্যালেঞ্জস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড এবং বাংলাদেশের মেরিটাইম গভর্নেন্স শীর্ষক কী-নোট স্পিচ দেন যথাক্রমে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাঈদ মাহমুদ বেলাল হায়দর, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম সেমিনারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাসহ নানা শ্রেণিপেশার প্রতিনিধি অংশগ্রহণ করেন।

এই বিভাগের আরো খবর