রোববার   ২১ ডিসেম্বর ২০২৫   পৌষ ৭ ১৪৩২   ০১ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৪৭

জামালপুরে প্রতিবন্ধী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শারমিন আক্তার, জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০ মার্চ ২০২১  

আজ শনিবার বেলা ১১ ঘটিকায় জামালপুরের চালা পাড়া সুইড ভবনে বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী কল্যাণ সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।

জনাব হাফিজুর রহমান বাদশার সভাপতিত্বে এ সাধারণ সভায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মির্জা আজম এমপি সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি ও সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী।

 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আ'লীগ জামালপুর জেলা শাখা ও নব নির্বাচিত মেয়র, জামালপুর পৌরসভা। এছাড়াও বাংলাদেশ আ'লীগ জামালপুর জেলা শাখার আরোও অনেক ত্যাগী নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী কল্যাণ সমিতির এই মাসিক সভার মূল প্রতিপাদ্য বিষয় ছিলো, প্রতিবন্ধীদের কিভাবে অবহেলা,অপরিচর্যার হাত থেকে রক্ষা করে এই সুন্দর, স্বাভাবিক জীবনের সন্ধান দেওয়া যায়।

জেলার নেতাকর্মীদের বিভিন্ন বক্তব্যের শেষে মির্জা আজম এমপি তার গুরুত্বপূর্ণ বক্তব্যে বলেন, সারা বাংলার মানুষ তার জীবনের একাংশ। বিশেষ করে জামালপুরের মানুষ তার এক তৃতীয়াংশ। যাদের মধ্যে প্রতিবন্ধী,হত দরিদ্র ও দুঃখ দুর্দশায় যারা জর্জরিত তারাই আমার বেশি প্রিয়।

তিনি আরোও বলেন, আমার দিকে নির্দেশনা মেনে যেভাবে আমার জামালপুরের নেতাকর্মীরা সকল কাজে মনোনিবেশ করেছে ,বাকি দিন গুলোতেও তারা আরোও শক্ত হাতে অবহেলিত শ্রেনীর লোকদের পাশে থেকে সুন্দর, সুশৃঙ্খল ও সুপরিকল্পিত ভাবে কাজ করে যাবে।যার সার্বিক সহযোগিতায় আমি ছিলাম,আছি থাকবো ইনশাআল্লাহ।

নব নির্বাচিত মেয়রের প্রতি প্রধান অতিথির কড়া নির্দেশে তিনি বলেন, জামালপুরে বিশেষ করে এই পৌরসভায় যারা দারিদ্র্য সীমার নিচে অবস্থান করছে তাদের প্রতি আলাদা নজরদারি যেনো রাখা হয় এবং কষ্টে যারা জীবন যাপন করছে তাদের দুঃখ,কষ্ট লাঘবের জন্য সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে।

প্রতিবন্ধী কল্যাণ সমিতির সাথে যারা যুক্ত থাকেন তারা ত্যাগী ও মাহাত্ম্যের অধিকারী হয়ে থাকেন। অত্যন্ত সুন্দর, সাবলীল ব্যবহারের মধ্যে দিয়ে তারা এ অনুষ্ঠান সম্পন্ন করেন। প্রধান অতিথি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই বিভাগের আরো খবর