সোমবার   ১২ জানুয়ারি ২০২৬   পৌষ ২৯ ১৪৩২   ২৩ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩২৮

চাঁপাইনবাবগঞ্জে বিবাদমান জমিতে প্রাচীর নির্মানের প্রতিবাদে সংবাদ

মোঃ সারোয়ার জাহান,

প্রকাশিত: ২০ জুলাই ২০২০  

চাঁপাইনবাবগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে আদালতের বিচার কার্যক্রমকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে অন্যের কেনা জমিতে প্রাচীর নির্মানের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন হয়েছে। সোমবার (২০ জুলাই) সকালে জেলা শহরের বিশ্বরোড মোড়স্থ একটি  মার্কেটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হরিপুর-বোর্ডঘর সংলগ্ন ক্রয় সূত্রে ৪ শতক জমির মালিক একই এলাকার মৃত ইয়াসিন আলীর ছেলে মো. কুরবান আলী ও আলহাজ্ব মো. মনিমুল হকের ছেলে মো. মোর্শেদ আলী। 

এসময় কুরবান আলী বলেন, ২০১৮ সালে পৈত্রিক সূত্রে জমির মালিক সাজাহান আলী দেওয়ানের কাছ থেকে হরিপুর মৌজার ৪ শতক জমি ক্রয় করি। কিন্তু দীর্ঘদিন ধরে ভুয়া রেকর্ড দেখিয়ে জমিটি জোরপূর্বক দখলের চেষ্টা করছে হরিপুর এলাকার মৃত গোলাম সারোয়ার রবু মাস্টারের ছেলে মো. সুমন আলী, মো. কুতুবই জাহানের ছেলে মো. আদিল ও গোলাম জাকারিয়ার ছেলে মো. আব্দুল্লাহ। এমনকি নিজেদের পক্ষে কোন সঠিক কাগজপত্র দেখাতে না পারায় আমাদেরকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। আদালতে চলমান মামলার থাকা সত্বেও প্রতিপক্ষ ১৮ জুলাই সকালে জমিটিতে জোরপূর্বক প্রাচীর নির্মান  শুরু করে। বাধা দিলে প্রাণনাশের হুমকিও দেয়। 

সংবাদ সম্মেলনে মো. কুরবান আলী অভিযোগ করেন, হরিপুর মৌজার ১৬৭৫ দাগের, ৭৭৭ নং খতিয়ানের জেএল নং-১১৪ এর ৪ শতক জমিটি পুলিশের উপস্থিতিতে ও সহায়তায় দখলের চেষ্টা করছে। ২০১৪ সাল আদালতে জমিটির মামলা চলমান থাকলেও তার তোয়াক্কা না করে প্রাচীর নির্মান করছে এই চক্রটি। তিনি বলেন, এমর্মে থানায় অভিযোগ দায়ের করলেও কোন পদক্ষেপ নেয়নি সদর মডেল থানা পুলিশ।

তবে অভিযোগ অস্বীকার করে নিজেদের পৈত্রিক সম্পত্তিতে প্রাচীর নির্মান করা হচ্ছে বলে দাবি করেন মো. সুমন আলী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মো. কুরবান আলী, মো. মোর্শেদ আলী, তাদের পরিবারের সদস্যগণ ও জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এই বিভাগের আরো খবর