সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৪ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১২৬

চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৩  

পুলিশি সেবাকে জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দিতে পুলিশ সুপার মো. ছাইদুল হাসান পিপিএম -এর নেতৃত্বে কর্তব্যনিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রতিটি পুলিশ সদস্য। প্রযুক্তির উৎকর্ষতার এ যুগে অপরাধের বহুমাত্রিকতা নিয়ন্ত্রণে জনগণের সক্রিয় অংশগ্রহণ পুলিশিং কার্যক্রমকে করেছে আরও শক্তিশালী। অপরাধ নিবারণ ও প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পুলিশ-জনতার অংশীদারিত্বের এই কমিউনিটি পুলিশিং ব্যবস্থা।
শনিবার সকালে “পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” প্রতিপাদ্যে বর্ণাঢ্য আয়োজনে জেলায় পালিত হয় কমিউনিটি পুলিশিং ডে-২০২৩। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, ক্রেস্ট ও সম্মাননা প্রদান অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
সকাল সাড়ে ৯টায় বেলুন উড়ানোর মধ্য দিয়ে কমিউনিটি পুলিশং ডে -২০২৩ এর শুভ উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার মো. ছাইদুল হাসান, পিপিএম।
দিবসটি উপলক্ষে আমন্ত্রিত অতিথিবৃন্দ, সুশীল সমাজ, ছাত্র-শিক্ষকের সমন্বয়ে পুলিশ সুপার কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য  র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে ।
র‌্যালি শেষে জেলা শহরের টাউন ক্লাব হল রুমে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। পুলিশ সুপার ছাইদুল হাসান -এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ সদর ৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. শামিল উদ্দিন আহমদ শিমুল, কমিউনিটি পুলিশিং এর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন,স্থানীয় সরকারের উপ-পরিচালক দেবেন্দ্রনাথ উরাঁও, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান  সৈয়দ নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী এরফান আলী, সাচিব এর সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডা. গোলাম রাব্বানী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সামাদ প্রমুখ।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবুল কালাম সাহিদ -এর সঞ্চালনায় আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিবৃন্দ অপরাধ নিয়ন্ত্রণে কমিউনিটি পুলিশিং এর কার্যকারিতা, গুরুত্ব ও সুফল নিয়ে আলোচনা করেন।
কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য অবদানের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য হিসেবে নির্বাচিত ডা. দুররুল হুদা এবং শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশং কর্মকর্তা হিসেবে নির্বাচিত শিবগঞ্জ থানার এসআই (নি.) শিহাব উদ্দিন-কে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
শেষে পুলিশ সুপার মো. ছাইদুল হাসান অপরাধের প্রতিকার ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, জনগণকে সচেতন করা, আইনি সহায়তা প্রদান এবং পুলিশ ও জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে অপরাধ প্রবণতা দূরীকরণ ও নিয়ন্ত্রণের লক্ষ্যে কমিউনিটি পুলিশিংয়ের উপর গুরুত্বারোপ করে বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিশিষ্টজন, সাংবাদিক, শিক্ষার্থীসহ বিভিন্ন পদবীর সদস্যগণ অংশগ্রহণ করেন।

এই বিভাগের আরো খবর