সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৪ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮১

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ’র

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৩  

‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার (২৯ অক্টোবর) সকালে স্থানীয় সরকার বিভাগ ও ইউনিসেফ এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ-সচিব) দেবেন্দ্র নাথ উরাঁও এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার নুরুজ্জামান, সিভিল সার্জন অফিসার ডা. এস এম মাহমুদুর রশিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রামানিক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডা. মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন প্রমুখ।
এসময় অতিথিরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বাসা বাড়ির আঙ্গিনাসহ নালা নর্দমা পরিস্কার পরিছন্ন রাখতে হবে এবং ফ্রিজের পাশে জমানো পানি, ডাবের খোসার পানিসহ জমাট পানি সেচে ফেলার তাগিদ দেন অতিথিরা।
অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সমাধান হলো পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা। তাই এ বিষয়ে সকলের সচেতনতা তৈরি করা, জনসম্পৃক্ততা বাড়ানো এবং মানুষকে উদ্বুদ্ধকরণের উপর গুরুত্বারোপ করা হয়।
সিভিল সার্জন অফিসের তথ্যানুযায়ী চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৪ জন। এ পর্যন্ত ছাড়পত্র দেয়া হয়েছে ৯৮৫ জনকে।
শেষে নগর ব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে জেলা প্রশাসক ও অন্যান্য কর্মকর্তাগণ কালেক্টরেট শিশু পার্ক ও জেলা প্রশাসন প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ সূচনা করেন।

এই বিভাগের আরো খবর