বৃহস্পতিবার   ০৬ নভেম্বর ২০২৫   কার্তিক ২১ ১৪৩২   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৩

চট্টগ্রাম গুলিবর্ষণ: পূর্ণ তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

রাফিউল ইসলাম তালুকদার

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫  

বুধবার (৫ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তাৎক্ষণিক তদন্তে দেখা গেছে, বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ ওই হামলার টার্গেট ছিলেন না; বিক্ষিপ্তভাবে ছোড়া একটি গুলি তার শরীরে এসে লাগে।

 

বিবৃতিতে জানানো হয়, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে সরকার এবং আহত এরশাদ উল্লাহর দ্রুত আরোগ্য কামনা করেছে।

 

এমন অপরাধমূলক কর্মকাণ্ডে গভীর উদ্বেগ জানিয়ে সরকার গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণকারী সবার নিরাপত্তা ও অধিকার রক্ষায় দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস নিরাপত্তা বাহিনীকে দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের শনাক্ত, গ্রেপ্তার এবং বিচারের আওতায় আনতে নির্দেশ দিয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

 

সরকার জানিয়েছে, রাজনৈতিক ও সামাজিক জীবনে সহিংসতা ও ভীতি প্রদর্শনের কোনো স্থান নেই। সিএমপি ইতোমধ্যে হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। অন্তর্বর্তী সরকার সকল রাজনৈতিক দল ও সমর্থকদের শান্ত থাকার, সংযম প্রদর্শনের এবং আগামী ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন শান্তি, মর্যাদা ও ন্যায়ের পরিবেশে অনুষ্ঠিত করার আহ্বান জানিয়েছে।

 

বিবৃতিতে আরও বলা হয়, সারাদেশে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলতে সরকার সব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার হামজারবাগ চালিতাতলী এলাকায় গণসংযোগ চলাকালে চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হন। এ সময় স্বেচ্ছাসেবক দলের নেতা এরফানুল হক শান্তও গুলিবিদ্ধ হন, এবং আরও একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এই বিভাগের আরো খবর