সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৪ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৮২

গোমস্তাপুর উপজেলায় নতুন ইউএনও নিশাত আনজুম অনন্যা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৩  

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলার নতুন নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন নিশাত আনজুম অনন্যা। রবিবার(৫নভেম্বর)জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন।
আগামী বুধবার থেকে তিনি অফিস করবেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। নিশাত আনজুম অনন্যা ৩৫তম বিসিএস প্রশাসনের একজন কর্মকর্তা। গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করার আগে তিনি রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার (সাধারণ শাখা) হিসেবে কর্মরত ছিলেন। ৩৫তম বিসিএস ক্যাডারে উত্তীর্ণ হয়ে কুষ্টিয়া জেলা প্রশাসনে যোগদান করেন তিনি। এরপর সহকারী কমিশনার হিসেবে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী বিভাগীয় কমিশনার অফিস ও নাটোরের বাগাতিপাড়ায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। পারিবারিক জীবনে তিনি এক সন্তানের জননী। প্রসঙ্গত, বিদায়ী আসমা খাতুন বদলিজনিত কারণে নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার ইউএনও হিসেবে যোগদান করবেন।

এই বিভাগের আরো খবর