মঙ্গলবার   ০৪ নভেম্বর ২০২৫   কার্তিক ১৯ ১৪৩২   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২১

গণভোট: রাজনৈতিক দলগুলো থেকে এক সপ্তাহের মধ্যে সুপারিশ চাইল সরকার

তরুণ কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫  

জাতীয় ঐক্যমত কমিশন কর্তৃক প্রণীত জুলাই সনদ এবং তার বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে উপদেষ্টা পরিষদের একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জুলাই জাতীয় সনদের গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ এবং সরকারের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

 

সোমবার (৩ নভেম্বর) দুপুরে উপদেষ্টা পরিষদের বিশেষ সভা শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় উপদেষ্টা আদিলুর রহমান খান এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

 

সভায় প্রকাশ করা হয়েছে, গণভোট কবে হবে এবং এর বিষয়বস্তু কী হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবৈচিত্র্য রয়েছে। এছাড়া, জুলাই সনদে বর্ণিত ভিন্নমতগুলোতে কী পদক্ষেপ নেওয়া হবে, তা দ্রুত নির্ধারণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।

 

উপদেষ্টা পরিষদ ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে আগামী এক সপ্তাহের মধ্যে নিজেদের মধ্যে আলোচনা করে সরকারকে ঐক্যবদ্ধ দিকনির্দেশনা প্রদান করার আহ্বান জানিয়েছে। এতে সরকারের পক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে। সভায় ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের সরকারের সংকল্পও পুনর্ব্যক্ত করা হয়।
 

 

এই বিভাগের আরো খবর