শনিবার   ২৭ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৩ ১৪৩২   ০৭ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮

‘খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়ব না’: ইনকিলাব মঞ্চ

তরুণ কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫  

শহীদ শরিফ ওসমান বিন হাদির খুনি ও পরিকল্পনাকারীদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে ইনকিলাব মঞ্চ। গতকাল শুক্রবার জুমার নামাজের পর শুরু হওয়া এই অবস্থান কর্মসূচি আজ শনিবার সকালেও অব্যাহত রয়েছে। কনকনে শীত উপেক্ষা করে নারী-শিশুসহ শত শত কর্মী-সমর্থক রাতভর শাহবাগে অবস্থান নিয়েছেন।

 

 

শুক্রবার রাতে শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের ঘোষণা দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা রাজপথ ছাড়বেন না। তিনি বলেন:

 

“আমরা সারা রাত এখানে বসে থাকব। আমরা কম্বল আনতে পাঠিয়েছি। হাদি ভাই জীবিত থাকতে এই কম্বলগুলো বস্ত্রহীনদের জন্য কিনেছিলেন, কিন্তু তিনি নিজে দিয়ে যেতে পারেননি। আজ সেই কম্বল গায়ে দিয়েই আমরা রাজপথে লড়াই করব। কর্মসূচি শেষ হলে আমরা এগুলো বস্ত্রহীনদের কাছে পৌঁছে দেব।”

 

 অবরোধের কারণে মৎস্য ভবন থেকে শাহবাগমুখী এবং আশেপাশের রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে, যা তীব্র যানজটের সৃষ্টি করেছে।  আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় একটি পরীক্ষায় অংশগ্রহণকারীদের চলাচলের সুযোগ করে দেওয়ার ঘোষণা দিয়েছে মঞ্চ। তবে আব্দুল্লাহ আল জাবের স্পষ্ট করেছেন যে, পরীক্ষার অজুহাতে অবরোধ তুলে নেওয়া হবে না। শহীদ হাদির ভাই শরিফ ওমর বিন হাদি সন্ধ্যায় হুঁশিয়ারি দিয়ে বলেন, উপদেষ্টারা সামনে না এলে এবং দ্রুত বিচার নিশ্চিত না হলে তাঁরা প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ এমনকি প্রয়োজনে ‘ক্যান্টনমেন্ট’ ঘেরাওয়ের মতো কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবেন।

 

 

জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম রূপকার এবং ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ওসমান হাদি গত ১২ ডিসেম্বর পল্টনে আততায়ীর গুলিতে আহত হন। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়।  পুলিশ ও র‍্যাব বেশ কয়েকজনকে গ্রেপ্তার করলেও মূল শুটার ফয়সাল করিম মাসুদ এখনও পলাতক। ধারণা করা হচ্ছে, তিনি ভারতে পালিয়েছেন।

 

আন্দোলনকারীদের দাবি, শুধু খুনি নয়, এই হত্যার নেপথ্যের পরিকল্পনাকারী এবং ভারতে পালাতে সহায়তাকারীদেরও আইনের আওতায় আনতে হবে। স্লোগানে স্লোগানে মুখর শাহবাগে এখন একটাই দাবি— ‘হাদি হত্যার বিচার চাই’।

এই বিভাগের আরো খবর