বুধবার   ৩১ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৭ ১৪৩২   ১১ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২২

খালেদা জিয়ার মৃত্যুতে ড. এহসানুল হক মিলনের শোক

শেখ ফরিদ উদ্দিন

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫  

সাবেক প্রধানমন্ত্রী গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রী ও চাঁদপুর -১ কচুয়া আসন থেকে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী  ড. আ ন ম এহসানুল হক মিলন। 
এক শোকবার্তায় ড. মিলন  বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি এক মহান অভিভাবককে হারালো। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। জনগণের অধিকার আদায় এবং বহুদলীয় গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠার সংগ্রামে তিনি ছিলেন একজন অগ্রণী ও সাহসী নেতা। জাতি তাঁর অবদান চিরকাল গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।
ড. মিলন বলেন, বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন জাতি বারবার গণতন্ত্র ফিরে পেয়েছে এবং মুক্তির স্বাদ পেয়েছে। দেশের কল্যাণে তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিযাত্রা, গণমুখী নেতৃত্ব ও দৃঢ় মনোবল দেশ ও জাতিকে পথ দেখিয়েছে। তাঁর মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ, পরীক্ষিত ও খাঁটি দেশপ্রেমিক রাজনীতিককে হারালো।
ড. মিলন  বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন। স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি বলিষ্ঠ নেতৃত্ব দেন। শহীদ রাষ্ট্রপতি ও সেনাপ্রধান, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের শাহাদাতের পর ১৯৮২ সালে তিনি গৃহবধূ থেকে রাজনীতির ময়দানে এসে দৃঢ় নেতৃত্বের পরিচয় দেন। তাঁর নেতৃত্বেই স্বৈরশাসক এরশাদের দীর্ঘ ৯ বছরের দুঃশাসনের বিরুদ্ধে গণআন্দোলন সফলতা লাভ করে।
ড. মিলন বলেন, বেগম খালেদা জিয়ার বহু গণমুখী সিদ্ধান্ত দেশকে এগিয়ে নিয়েছে। মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তি চালু করা তাঁর অন্যতম যুগান্তকারী উদ্যোগ, যা নারী শিক্ষার অগ্রগতিতে একটি ঐতিহাসিক মাইলফলক।তাঁরই সঠিক নেতৃত্বে জোট সরকারের আমলে আমরা বাংলাদেশে নকলমুক্ত শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করতে সক্ষম হয়েছিলাম।  মিলন বলেন, বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মজীবনে বেগম খালেদা জিয়া ছিলেন অত্যন্ত জনপ্রিয় ও সফল ব্যক্তিত্ব। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনামলে তিনি সংগ্রাম ও প্রতিরোধের এক অনন্য প্রতীক হয়ে ওঠেন। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তাঁকে মিথ্যা ও বানোয়াট মামলায় দীর্ঘ কারাবাস ভোগ করতে হয়েছে এবং উন্নত চিকিৎসার সুযোগ থেকেও বঞ্চিত করা হয়েছে।
শোকবার্তায় ড. মিলন  মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের প্রতি গভীর সমবেদনা জানান।।

এই বিভাগের আরো খবর