রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২৩ ১৪৩২   ১৬ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৭

কেন বারবার পেছাচ্ছে খালেদা জিয়ার লন্ডন যাত্রা?

সুমন হোসেন

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৫  

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার এখনো কোনো স্থায়ী উন্নতি ঘটেনি। মূলত এই কারণেই তাঁকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার তারিখ বারবার পেছানো হচ্ছে। গতকাল শনিবার রাতে মেডিকেল বোর্ডের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, তাঁর শারীরিক অবস্থার স্থিতিশীলতা না আসা পর্যন্ত বিদেশে চিকিৎসার জন্য দীর্ঘ ভ্রমণের ঝুঁকি নিতে রাজি নন চিকিৎসকরা।

 

মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপি নেতা ডা. এ জেড এম জাহিদ হোসেন গতকাল এক ব্রিফিংয়ে নিশ্চিত করেছেন, বিমান ভ্রমণে শারীরিকভাবে সক্ষম না হওয়ার কারণেই লন্ডন যাত্রায় বিলম্বিত হচ্ছে।

 

 

মেডিকেল বোর্ডের সদস্যরা জানান, খালেদা জিয়ার শারীরিক জটিলতাগুলো—ডায়াবেটিস, কিডনি, হৃদ্‌যন্ত্র ও ফুসফুসের সমস্যা—এখনও ওঠানামা করছে। যদিও কিছু কিছু ক্ষেত্রে সামান্য উন্নতি হয়েছে:

 

  • হিমোগ্লোবিন: কিডনির সমস্যার কারণে কমে যাওয়া হিমোগ্লোবিন বেড়েছে।

  • কার্যকারিতা: কিডনির কার্যকারিতা সামান্য বৃদ্ধি পেয়েছে, ফুসফুসেরও উন্নতি আছে।

 

তবে চিকিৎসকরা স্পষ্ট জানিয়েছেন, তিনি এখনও আশঙ্কা মুক্ত নন। এই পরিস্থিতিতেই তাঁর বিদেশ যাত্রার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া অসম্ভব হচ্ছে।

 

 

খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার জন্য প্রথমে ৫ ডিসেম্বর ভোর, এরপর ৭ ডিসেম্বর, এবং সর্বশেষ ৯ ডিসেম্বর সম্ভাব্য তারিখ হিসেবে বলা হয়েছিল।

 

ডা. জাহিদ হোসেন বলেন, "বিদেশে যাওয়ার ব্যাপারে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। যখনই উনাকে বিদেশ নেওয়ার জন্য মেডিকেল বোর্ড যথোপযুক্তভাবে তৈরি মনে করবে, শারীরিকভাবে মনে হবে যে উনাকে সেফলি ট্রান্সফার করা যাবে—তখনই ফ্লাই করবেন।"

 

এদিকে, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী জানিয়েছেন, জার্মানি থেকে অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে এবং মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই সেটি ঢাকার উদ্দেশে রওনা দেবে।

 

 

খালেদা জিয়ার শারীরিক অবস্থার কারণে তাঁকে হাসপাতালে দেখতে নিয়মিত ভিড় করছেন দলের শীর্ষ নেতারা।

 

  • জুবাইদা রহমানের আগমন: তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান শুক্রবার ঢাকা এসেছেন এবং গতকালও বিকেল ৩টা ২০ মিনিটের দিকে হাসপাতালে শাশুড়িকে দেখতে যান। তিনি এখন প্রতিদিন হাসপাতালে যাচ্ছেন।

  • মির্জা ফখরুল: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও প্রতিদিন হাসপাতালে গিয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

 

এই পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব না ছড়াতে দেশবাসীর প্রতি আবারও আহ্বান জানিয়েছে বিএনপি।

এই বিভাগের আরো খবর