শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫   পৌষ ৬ ১৪৩২   ২৯ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৮০

কুবিতে শুরু হচ্ছে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ২১ এপ্রিল ২০১৯  

প্রথমবারের মত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কলা ও মানবিক অনুষদের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন-২০১৯’।  আগামী ২৩ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর উপস্থিতিতে অনুষ্ঠানটির উদ্বোধন করবার কথা রয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ। এছাড়াও অতিথি থাকবেন ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. তপোধীর ভট্টাচার্য।

জানা যায়, সম্মেলনে পৃথক তিনটি অধিবেশনে তিনটি বিষয়ের ওপর প্রবন্ধ উপস্থাপন করা হবে।
এতে প্রথম অধিবেশনে ‘অন্য রবীন্দ্রনাথ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ। এবং এই পর্বে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন ড. জি এম মনিরুজ্জামান।

দ্বিতীয় অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মো. আলী রেজওয়ান তালুকদারের সভাপতিত্বে ‘উইলিয়াম শেক্সপিয়র’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শফি আহমেদ। 

এবং সর্বশেষ তৃতীয় অধিবেশনে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মদ শামসুজ্জামান মিলকীর সভাপতিত্বে ‘সাহিত্যতত্ত্ব ও বাংলা ভাষা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. তপোধীর ভট্টাচার্য।

এছাড়াও অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন ড. জি এম মনিরুজ্জামান। 

আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ২০১৯’র সম্পর্কে সম্মেলনের আহবায়ক ড. জি. এম. মনিরুজ্জামান বলেন,‘আমরা প্রথমবারের মতো এমন একটি আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের আয়োজন করতে যাচ্ছি। আমরা চাই আমাদের শিক্ষার্থীদের আন্তর্জাতিক অঙ্গনেও পদচারণা থাকুক। ভবিষ্যতে আমরা এধরনের সম্মেলন আরো বড় পরিসরে আয়োজন করার চেষ্টা করবো যেখানে পার্শ্ববর্তী দেশগুলোর শিক্ষার্থীদেরও অংশগ্রহণ থাকবে।’

এই বিভাগের আরো খবর