সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৪ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২১১

কামাতকুঞ্জ দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে ঘুষ বানিজ্যে নিয়োগ চূড়ান্ত

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৩  

পঞ্চগড়ে একটি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষার আগেই ঘুষ বাণিজ্যে প্রার্থী চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে। রীতিমত প্রকাশ্যে দরদাম করে দেওয়া হচ্ছে স্কুলের তিনটি শুন্য পদে নিয়োগ।

ঘটনাটি ঘটছে পঞ্চগড় সদর উপজেলার কামাতকুঞ্জ উচ্চ শুক্রবার (২০ - অক্টোবর) স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে সারেজমিনে পরিদর্শন করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ সময় স্থানীয়রা জানান, কামাতকুঞ্জ দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে তিনটি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল কর্তৃপক্ষ। শুন্য পদগুলো হল, অফিস সহায়ক -১, পরিছন্নতা কর্মী -১জন ও আয়া পদে-১ জন। স্থানীয় অনেকেই আবেদন করেছে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রাপ্তির আশায়। কিন্তু লিখিত বা মৌলিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ চূড়ান্ত হওয়ার কথা থাকলেও এখানে টাকার বিনিময়ে নিয়োগ চূড়ান্ত হয়ে গেছে। স্কুলের প্রধান শিক্ষক মোঃ সফিউদ্দীন ও সভাপতি মোঃ নজরুল ইসলাম দর কষাকষি করে নিয়োগ চূড়ান্ত করেছে। অনেক বেশি টাকা দেওয়ায় অফিস সহায়ক পদে মামুন ও প্রায় ৮ লক্ষ টাকার বিনিময়ে পরিছন্নতা কর্মী পদে তাজুল চূড়ান্ত হয়েছে। আর আয়া পদে গ্রুপিং চলছে তাই কে চূড়ান্ত বলা যাচ্ছে না। নাম গোপন রাখার শর্তে কয়েকজন নিয়োগ প্রত্যাশী জানান, আমরা তিন, চার লাখ টাকা পর্যন্ত দিতে চাইছি পরিছন্নতা কর্মী পদের জন্য কিন্তু অন্যজন আমাদের থেকে বেশি টাকা দেওয়ায় সে চূড়ান্ত হয়েছে। আরেকজন নিয়োগ প্রত্যাশীর বাবা বলেন, আমার ছেলের জন্য অফিস সহায়ক পদে আলোচনা করেছি। তারা যত টাকা দাবি করতেছে এত টাকা দেওয়ার সামর্থ্য আমার নাই তারা প্রায় ১৩/১৪ লাখ টাকার বিনিময়ে মামুন নামের একটা ছেলেকে চূড়ান্ত করেছে। আমি খুব অসহায় মানুষ। যদি যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয় তাহলে এখানে আমার ছেলের থেকে যোগ্য কেউ নেই। স্থানীয়রা বলেন শিক্ষা প্রতিষ্ঠান মানুষ গড়ার জায়গা। কিন্তু এখানে ঘুষ দর-কষাকষি করে নিয়োগ দেওয়া হচ্ছে। যেটা খুবই দুঃখজনক। আমরা চাই সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। বিষয়টি নিয়ে স্কুলের প্রধান শিক্ষকের সাথে মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

এই বিভাগের আরো খবর