শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫   পৌষ ৬ ১৪৩২   ২৯ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৪৮

কমেছে জিপিএ-৫

প্রকাশিত: ৬ মে ২০১৯  

গতবারের থেকে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার বেড়েছে। তবে কমেছে জিপিএ-৫ হার। এবার এই পরীক্ষায় ৮২ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন।

জানা গেছে, গত বছর গড় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৭ শতাংশ, যা এ বছর ৪ দশমিক ৪৩ শতাংশ বেড়ে গড় পাশের হার দাড়ায় ৮২ দশমিক ২০ শতাংশ। তবে গত বছর জিপিএ-৫ পাওয়ার সংখ্যা ছিল ১ লাখ ১০ হাজার ৬২৯ জন। কিন্তু এবার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমে দাড়াল ৫ হাজার ৩৫ জন। 

আজ সোমবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ২০১৯ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এর আগে শিক্ষামন্ত্রীর হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। 

উল্লেখ্য, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করে ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ শিক্ষার্থী। এর মধ্যে ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ জন ছাত্রী এবং ১০ লাখ ৭০ হাজার ৪৪১ জন ছাত্র।

এই বিভাগের আরো খবর