সোমবার   ০৯ ডিসেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২৪ ১৪৩১   ০৭ জমাদিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৫২

কমলগঞ্জ ডাকাতি করতে গিয়ে জনতার হাতে গণধোলাই

হিফজুর রহমান তুহিন কমলগঞ্জ

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৪  

মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের নুরজাহান চা এক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতি করতে গিয়ে জনতার হাতে গণধোলাইয়ে আলাল মিয়া নামের এক ডাকাত নিহত হয়েছেন। নিহতের বাড়ি  সিলেট জেলার দক্ষিন সুরমা উপজেলার মোগলা বাজার এলাকায়।


এ ঘটনায় ডাকাতের আরো দুই সদস্য গুরুতর আহত অবস্থায় পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। জানা যায়, রোববার (২৪ নভেম্বর ) দিবাগত রাত আড়াই টার দিকে উপজেলার মাধবপুর ইউনিয়নের ইউপি সদস্য নুরজাহান চা বাগান এলাকার মো. সালে আহমেদের বাড়ীতে ১০-১২ জনের একদল ডাকাত হানা দেয়,এসময় ডাকাতদের উপস্থিতি টের পেয়ে চা বাগানের পাগলা ঘন্টা পেটালে স্থানীয় চা শ্রমিকরা ডাকাতদের ঘেরাও করা হয়।সময় ডাকাতরা স্থানীয় জনতার উপর হামলা করতে এগিয়ে গেলে স্থানীয় জনতারা তাদের ধরে গণধোলাই দিলে ঘটনাস্থলে আলাল মিয়া নামের এক ডাকাত নিহত হয়। বাকিরা পালিয়ে গেলে রোববার ভোরে রক্তের ছাপ দেখে চা বাগানের ভেতর থেকে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ইসলামপুর ইউনিয়ন এর শ্রীপুর গ্রামের মৃত আবুল মিয়ার ছেলে আব্দুল মালেক কে তীরবিদ্ধ অবস্থায় আটক করে পুলিশকে সোপর্দ করা হয়।

এদিকে পুলিশ জানায়,ঘটনাস্থল থেকে পালিয়ে আসা বাকি ডাকাত সদস্যরা মাধবপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আসিদ আলির ভাতিজা সেজুল মিয়া লংগুরপাড় গ্রামের বাড়িয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়ীতে অভিযান চালালে,পুলিশের উপস্থিতি টের পেয়ে চার জন ডাকাত পালিয়ে গেলে সেজুল মিয়াকে আটক করা হয়। পরে সকাল ৯ টায় কমলগঞ্জ সদর ইউনিয়ন এর ফুলবাড়ি চা বাগানের সেকশন থেকে হাতের কব্জি বিচ্ছিন্ন অবস্থায় শ্রীপুর গ্রামের শ্রাবণ মিয়ার ছেলে জাসিম মিয়াকে আটক করে পুলিশকে সোপর্দ করে স্থানীয় চা শ্রমিকরা।কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) শামীম আকন্দ একজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, জনরোষ থেকে দুই ডাকাতকে গুরুতর আহত উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া অজ্ঞতনামা ডাকাতের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

এই বিভাগের আরো খবর