শুক্রবার   ২৬ ডিসেম্বর ২০২৫   পৌষ ১১ ১৪৩২   ০৬ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩১১

ওয়ারীতে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ মে ২০২৪  

রাজধানীর ওয়ারীর বনগ্রাম রোডের একটি বাসায় বালতির পানিতে পড়ে আমেনা (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রাজধানীর ওয়ারীর বনগ্রাম রোডের একটি বাসায় বালতির পানিতে পড়ে আমেনা (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ মে) সকাল সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে।

শিশুটির মা খোদেজা আক্তার জানান, ‘সকালের দিকে আমি নাস্তা বানাতে ব্যস্ত ছিলাম। এসময় আমার মেয়ে খেলতে খেলতে বাথরুমে চলে যায়। অনেক খোঁজাখুঁজির পর বাথরুমে গিয়ে দেখি বালতির পানির মধ্যে আমার মেয়ে উপুড় হয়ে পড়ে আছে। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টার দিকে আমেনাকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি ফেনী সদর জেলার শিলুয়া গ্রামে।বর্তমানে,ওয়ারী এলাকার বনগ্রাম রোডের আশরাফ গার্ডেনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে ভাড়া থাকেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এই বিভাগের আরো খবর