বৃহস্পতিবার   ৩০ অক্টোবর ২০২৫   কার্তিক ১৪ ১৪৩২   ০৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২২

ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

মোঃ নাজমুল হুদা

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫  

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। বুধবার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর বাংলামটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন। তিনি জানান, জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, খালেদ সাইফুল্লাহ, জাবেদ রাসিন এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসাসহ কেন্দ্রীয় নেতারা।

 

এর আগে ২৫ অক্টোবর জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে অংশ নেয় এনসিপি। জাতীয় সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠিত সেই বৈঠকে দলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সদস্য সচিব আখতার হোসেন।

 

বৈঠকে আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাবেদ রাসিন, খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। সেখানে জুলাই সনদের বাস্তবায়ন আদেশ, আইনি ভিত্তি এবং অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে কমিশনের সহসভাপতি আলী রীয়াজসহ অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
 

এই বিভাগের আরো খবর