বৃহস্পতিবার   ০১ মে ২০২৫   বৈশাখ ১৮ ১৪৩২   ০৩ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩৮

এক দেখাতেই!

শিব্বীর আহমেদ

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৩  

বুঝিনা, মানুষ কেনো ভালোবাসে
বুঝিনা, মানুষ কেনো অবুঝের মতো বারবার প্রেমে পড়ে।ইচ্ছে করেই কি মানুষ
প্রেমে পড়ে?নাকি এক দেখাতেই প্রেম ভালোবাসাহয়ে যায়! ভালোবাসার উপর
মানুষের কোন নিয়ন্ত্রণ থাকেনা।ভালোবাসার কাছে মানুষকতটা অসহায়, কতটা
দূর্বল!
আহারে মানুষ! চেনা নাই জানা নাইহঠাৎ দেখা হলো, আর অমনিই বুকের ভিতরে
লুকিয়ে থাকা হৃদয়টা বারবার কেঁপে কেঁপে উঠতে শুরু করল, ¶তবি¶ত হতে শুরু করল।
মনে হয়,বুকের খুব গোপন গহীনে লুকিয়ে থাকাহৃৎপিন্ডটা কে যেন হঠাৎ এসে
খাবলা দিয়ে তুলে নিয়ে গেলো!আহারে!, মানুষের কষ্ট মরে যেতে ইচ্ছে করে!কি কষ্ট,
কি সুখভালোবাসার কষ্ট, ভালোবাসার সুখকষ্ট সুখে মানুষ নষ্ট হতে থাকে।দিন
নাই রাত নাইকখন সকাল কখন বিকাল সময়ের কোন ঠিক ঠিকানা নাই।একবার, শুধু
একবার শুধু তাকেই দেখতে ইচ্ছে করে। শুধু তার বুকের ভিতর মুখ লুকিয়ে তার বুকের
গন্ধ নিয়ে নিয়ে বারবারপাগল হয়ে যেতে ইচ্ছে করে।
প্রেমে পড়লে ভালোবাসলে মানুষের আকাংখা বেড়ে যায়,চাহিদা বেড়ে যায়।ওকে
একবার দেখার জন্য বুকের ভেতরকার সবকিছু ওলট পালট হতে শুরু করে,ওর বুকের সব
গন্ধ নিয়ে নিতে ইচ্ছে করে।কিন্তু ওর কি দেখা মিলে? ওর ত দেখা মেলেনা, ওর কছেও
যাওয়া যায়না। ওর মুখটা এক নজর দেখার জন্যপাগল হয়ে ওঠে মন। চোখ দুটো বারবার
শুধু তার মুখ খুঁজে বেড়ায়।আহারে মানুষ!এত কষ্ট এত ভালোবাসা!বুঝিনা, মানুষ
কেন হঠাৎ করেই এমন করেপুরোটাই বদলে যায়; কেমন করে যেন এমন ভাবে বদলে
যায়,এক দেখাতেই!তার আর কিছুই চোখে পড়েনা কোন কিছুতেই!