বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫   পৌষ ৪ ১৪৩২   ২৭ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৪৬

এইচএসসির ফল পেতে চার নির্দেশনা দিল শিক্ষা বোর্ড

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২১  

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলপ্রার্থীদের জন্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড থেকে চারটি জরুরি নির্দেশনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) এ চার নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনায় সংশ্লিষ্ট সবাইকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে ফলাফল সংগ্রহ করতে বলা হয়েছে।

ফলপ্রার্থীদের জন্য চার নির্দেশনা:
 
এবার এইচএসসির ফলাফল শুধু অনলাইনে প্রকাশিত হবে। কাজেই কোনো অবস্থায়ই ফলাফল প্রকাশের দিন শিক্ষাপ্রতিষ্ঠানে জমায়েত হওয়া যাবে না। যারা মুঠোফোনের ক্ষুদে বার্তার মাধ্যমে ফলাফল পেতে ইচ্ছুক তাদের ফল প্রকাশের আগেই প্রি-রেজিস্ট্রেশন করতে হবে (HSC< >Board name (First 3 letter) <> Roll<>)। ফল প্রকাশের সঙ্গে সঙ্গে প্রি-রেজিস্ট্রেশনকৃত পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে তাদের ফল পৌঁছে যাবে।

টেলিটক ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd) থেকে ফল দেখা যাবে। এছাড়া সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে।

প্রসঙ্গত, আগামী সপ্তাহের যেকোনো দিন ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হতে পারে।

এই বিভাগের আরো খবর