মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫   পৌষ ৯ ১৪৩২   ০৩ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৪

উপদেষ্টা পরিষদ পুনর্গঠন হবে কি না, জানালেন সচিব

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫  

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ জানিয়েছেন, উপদেষ্টা পরিষদ পুনর্গঠন বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

 

মঙ্গলবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে যাওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “উপদেষ্টা পরিষদ পুনর্গঠন হচ্ছে কিনা, এই বিষয়ে আমার কাছে কোনো খবর নেই।”

 

এর আগে কিছু সংবাদে বলা হয়েছিল, উপদেষ্টা পরিষদের গুরুত্বপূর্ণ পদে রদবদল আনার সিদ্ধান্ত হতে পারে। সংবাদে দাবি করা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর স্থলে নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানকে নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে। তবে জাহাঙ্গীর আলম চৌধুরী কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে যাবেন

এই বিভাগের আরো খবর