মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫   পৌষ ১ ১৪৩২   ২৫ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৭

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে ওসমান হাদি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫  

রাজধানীর পল্টনে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য অবশেষে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে বের করে নেওয়া হয়।

 

জুলাই আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে বহন করতে আসা বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুর থেকে আজ বেলা ১১টা ২২ মিনিটে ঢাকা বিমানবন্দরে অবতরণ করেছিল।

 

বর্তমানে তাঁকে দ্রুততম সময়ে বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে। দুপুর ১টা ৩০ মিনিটে শরিফ ওসমান হাদিকে বহন করে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

 

 

ঢাকা-৮ আসনের এই সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী গত শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ হওয়ার পর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর মস্তিষ্কে মারাত্মক আঘাত লাগার কারণে তাঁর অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়। এই পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার নির্দেশে তাঁর চিকিৎসার সব ব্যয়ভার রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে বলে আগেই জানানো হয়েছে।

 

ওসমান হাদির দ্রুত সুস্থতা ও সফল চিকিৎসার জন্য দেশবাসী প্রার্থনা করছেন। এখন সবার নজর তাঁর সিঙ্গাপুরের যাত্রা এবং পরবর্তী চিকিৎসা প্রক্রিয়ার দিকে।

এই বিভাগের আরো খবর