সোমবার   ০৬ অক্টোবর ২০২৫   আশ্বিন ২০ ১৪৩২   ১৩ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৯২

ঈদে জেল জীবনের গল্প শোনাবেন হিরো আলম

প্রকাশিত: ২২ মে ২০১৯  

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হুট করেই ভাইরাল হওয়া একটি নাম হিরো আলম। সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করা থেকে নানা কারণেই নানা সময় আলোচনায় এসেছেন তিনি।

কিছুদিন আগে স্ত্রী সাদিয়া আক্তার সুমিকে মারধরের মামলায় বেশ কিছুদিন জেলে থাকতে হয়েছে সোশ্যাল মিডিয়ার আলোচিত ব্যক্তি হিরো আলমকে। জেল থেকে মুক্তি পেয়েছেন তিনি। এরপর আবারো কাজে ফিরেছেন তিনি। যার ধারাবাহিকতায় জেল জীবনের অভিজ্ঞতা নিয়ে নতুন গানের ভিডিও প্রকাশ করতে যাচ্ছেন তিনি।

জেলে থাকার অভিজ্ঞতা নিয়ে নতুন গান লিখেছেন হিরো আলম। ঈদে ভক্তদের সেই গানের ভিডিও উপহার দিতে যাচ্ছেন। গানের নাম, 'বগুড়া জেলে বন্দি হলাম ছেলে।'

হিরো আলম বলেন, ‘আমার জেলে থাকা সময়টাকে গানে ধরার চেষ্টা করেছি।সেখানে আমি কেমন ছিলাম, কেমন সময় কেটেছে, আসলে জেলের ভেতরটা কেমন, জেল জীবন কেমন সেসব এই গানে উঠিয়ে আনার চেষ্টা করেছি।’

গান লেখার পাশাপাশি গানের সুরও করেছেন হিরো আলম। কণ্ঠ দিয়েছেন শাহীন। ভিডিওটি পরিচালনা করেছেন মলিকুল ইসলাম। ঢাকার অদূরে ভিডিওচিত্রের শুটিং সম্পন্ন হয়েছে।

এই বিভাগের আরো খবর