শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ৫ ১৪৩২   ২৮ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩

‘আমরা এখানে কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’

নাজমুল হুদা

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫  

জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে ফুঁসে উঠেছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘সম্মিলিত নারী প্রয়াস’-এর উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা হাদির খুনিদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

 

 

বিক্ষোভ সমাবেশে সম্মিলিত নারী প্রয়াসের সভানেত্রী অধ্যাপক ড. শামীমা নাসরীন অত্যন্ত কঠোর ভাষায় তাঁর দাবি তুলে ধরেন। তিনি বলেন, “আমরা এখানে কোনো রাজনৈতিক দলের অ্যাজেন্ডা নিয়ে আসি নাই। আমরা এখানে কাঁদতে আসিনি, আমরা ফাঁসির দাবি নিয়ে এসেছি।”

 

হাদির মৃত্যু নিয়ে সরকারের নীরবতা ও নিরাপত্তা ব্যবস্থার সমালোচনা করে তিনি প্রশ্ন তোলেন, “ড. ইউনূস, আপনার সরকার কেন হাদিকে নিরাপত্তা দিতে পারল না? সিইসি কীভাবে হাদির খুনের ঘটনাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলেন? হাদি জুলাইয়ের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। হাদিরা মরে না, হাদিরা এখন একেকটি আদর্শ হয়ে উঠেছে।”

 

 

বক্তব্যে শামীমা নাসরীন দেশের সাম্প্রতিক অস্থিরতা ও রাজনৈতিক হত্যাকাণ্ডের চিত্র তুলে ধরে বলেন, “তেজগাঁও কলেজে সাকিব নামের এক ছাত্রকে হত্যা করা হয়েছে। আরও একজন জুলাইযোদ্ধা এনসিপি নেত্রী খুন হয়েছেন। হয়তো তাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হবে, কিন্তু আমরা প্রতিটি হত্যার বিচার চাই। কোনো জুলাইযোদ্ধা আত্মহত্যা করতে পারে না।”

 

 

সম্মিলিত নারী প্রয়াসের সাধারণ সম্পাদক অধ্যাপক ফেরদৌস আরা খানম বলেন, হাদিকে হত্যার মাধ্যমে জুলাইযোদ্ধা ও সাধারণ মানুষের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। তিনি বলেন, “হাদি বুদ্ধিবৃত্তিকভাবে ফ্যাসিস্টদের কালচারের বিরুদ্ধে লড়াই শুরু করেছিলেন। হাদির খুনিদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। আমরা জীবন দেব কিন্তু জুলাই দেব না।”

 

 

উল্লেখ্য, গত ১২ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন পল্টন এলাকায় মাথায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মরদেহ দেশে আসার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

আজকের মানববন্ধনে আরও বক্তব্য দেন শিক্ষাবিদ অধ্যাপক মাহসিনা মমতাজ মারিয়া, সাংবাদিক লাবিন রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এই বিভাগের আরো খবর