শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫   পৌষ ৫ ১৪৩২   ২৯ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৫২৭

আজ বুয়েটে ভর্তি পরীক্ষা

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৯  

আজ  ১৪ অক্টোবর,২০১৯ সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই শিফটে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রথম ধাপে ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচারের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত আর্কিটেকচারের বাকী ২ ঘণ্টার পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বুয়েটে ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়তে ৩ ঘণ্টার আর আর্কিটেকচার বিষয়ে পড়তে ৫ ঘণ্টার লিখিত পরীক্ষায় অংশ নিতে হয়। ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. প্রাণ কানাই সাহা সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ বছর ১২টি বিভাগের ১ হাজার ৬০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ১২ হাজার ১৬১ প্রার্থী। ভিসি অধ্যাপক ড. সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, ভর্তি পরীক্ষা নেয়ার জন্য সকল ধরণের প্রস্তুতি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয়।

এই বিভাগের আরো খবর