শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ৪ ১৪৩২   ২৮ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৭

আইপিএলের মাঝপথেই দেশে ফিরছেন মোস্তাফিজ

মোঃ মাহাবুবুর রহমান রাব্বি

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫  

আইপিএল নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে (প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকা) মোস্তাফিজুর রহমানকে দলে নিয়ে চমক দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। তবে নাইট সমর্থকদের জন্য কিছুটা মন খারাপের খবর হলো, টুর্নামেন্টের পুরোটা সময় ‘কাটার মাস্টার’কে পাচ্ছে না তারা। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য আইপিএলের মাঝপথেই ৮ দিনের জন্য বাংলাদেশে ফিরবেন মোস্তাফিজ।

 

আজ বৃহস্পতিবার মিরপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন ফাহিম।

 

 

মূলত ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতেই মোস্তাফিজকে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

  • র‍্যাঙ্কিংয়ের মারপ্যাঁচ: ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারির মধ্যে আইসিসি র‍্যাঙ্কিংয়ে অন্তত ৯ নম্বরে থাকতে হবে। বাংলাদেশ বর্তমানে ১০ নম্বরে অবস্থান করছে।

  • নিউজিল্যান্ড সিরিজ: আগামী এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। এই ওয়ানডে সিরিজটি র‍্যাঙ্কিং উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

 

নাজমূল আবেদীন ফাহিম বলেন:

"আমরা ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ বিন্দুমাত্র হাতছাড়া করতে রাজি না। যদি আমরা নিরাপদ জায়গায় থাকতাম, তবে মোস্তাফিজকে পুরো টুর্নামেন্টের এনওসি দিতে পারতাম। কিন্তু এখন আমাদের পূর্ণ শক্তির দল নিয়ে খেলা জরুরি।"

 

তিনি আরও যোগ করেন, আইপিএলের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট থেকে এসে ওয়ানডে খেলা মোস্তাফিজের জন্য চ্যালেঞ্জিং হলেও তা দলের জন্য ইতিবাচক হবে।

 

 

  • আইপিএল ২০২৬: শুরু হবে ২৬ মার্চ, ফাইনাল ৩১ মে।

  • নিউজিল্যান্ড সিরিজ: আগামী বছর এপ্রিলের মাঝামাঝি সময়ে (সম্ভাব্য ১৬-২৩ এপ্রিল) এই সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা।

 

মোস্তাফিজুর রহমান এবারের নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ দাম পাওয়ার রেকর্ড গড়েছেন। কলকাতার হয়ে মাশরাফি, সাকিব ও লিটনের পর চতুর্থ বাংলাদেশি হিসেবে মাঠে নামবেন তিনি। তবে কেকেআর শিবিরে তাঁর অনুপস্থিতি বোলিং অ্যাটাককে কিছুটা দুর্বল করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই বিভাগের আরো খবর