মঙ্গলবার   ১৪ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৮ ১৪৩২   ২১ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৬২৪

দর্শকের অনুরোধ ঈদে ফিমেল ৩  নিয়ে আসছেন অমি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ মে ২০২৩  

কাজল আরেফিন অমি পরিচালিত ‘ফিমেল’ এবং ‘ফিমেল ২’ নাটকের কথা মনে আছে? বডি সোহেল, এতিম আকবর, ড্যান্স শাহ্‌ আলম, লাবু কমিশনার চরিত্রগুলো নিয়ে ঢাকার এক মহল্লায় বসবাসকারী একদল মানুষের গল্পে নির্মিত এই দুটি নাটক সাড়া ফেলে দেয়।নতুন খবর, আসন্ন কোরবানির ঈদে ‘ফিমেল ৩’ আসছে, এমনটি জানালেন নির্মাতা অমি। তিনি বলেন, দর্শক আমাকে এতবার ‘ফিমেল’ নিয়ে বলেছে যে অনেকদিন ধরে মাথায় ছিল এটা নিয়ে নতুন কিছু একটা করবো। মানুষ যেহেতু এতো চাচ্ছে তাই ‘ফিমেল ৩’ নিয়ে ভেবে বানানোর সিদ্ধান্ত নিয়েছি।ইউটিউব থেকে কোটি দর্শক ফিমেল-এর দুই কিস্তি দেখেছে। তাদের কাছে এর প্রতিটি চরিত্রই উপভোগ্যের। অমি বলেন, সেই চরিত্রগুলো এখন কে কী করছে কোথায় কেমন আছে সেগুলো নিয়ে কাজ করবো। আগামী কোরবানির ঈদে দর্শক ‘ফিমেল ৩’ দেখতে পারবেন। শিগগিরই আমরা টিম নিয়ে শুটে যাবো।জমজমাট কিছু হবে উল্লেখ করে ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত নির্মাতা অমি বলেন, যে চরিত্রগুলো দর্শক দেখেছে সেগুলোর পরের গল্পগুলো নতুনভাবে পাবে।সিরিয়াল থেকে খণ্ড নাটক, সবকিছু সিক্যুয়ালে বানালে অনেকটা রিস্ক নিতে হয়! এদিক থেকে জুড়ি নেই অমির। তার প্রতিটি সিক্যুয়াল দুর্দান্তভাবে সফল হয়েছে। ‘ফিমেল’র নতুন সিক্যুয়ালে প্রসঙ্গে তিনি বলেন, দর্শক বেশি চাইলে আমি সেই গল্প নিয়ে ভাবি।এনার্জি নিয়ে গল্প তৈরি করতে গিয়ে নিজে বেশি মজা পেলে সেই কাজটি করি। ‘ফিমেল ৩’ গল্প নিয়ে আমি নিজে কনভিন্সড। এজন্য কাজটি করতে যাচ্ছি।ফিমেল ৩’ এর বিভিন্ন অভিনয় করতে পারেন মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষি আলম, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা, পাভেল, মুসাফির বাচ্চু।

এই বিভাগের আরো খবর