শুক্রবার   ২৬ ডিসেম্বর ২০২৫   পৌষ ১১ ১৪৩২   ০৬ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৫১

ওয়ারীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ৬ জুন ২০২২  

ঢাকা ওয়ারীর রাজধানী সুপার মার্কেটের সামনে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় বাসের ধাক্কায় মো. আবির হোসেন সঞ্জু (২৫) নামের এক যুবক নিহত হয়েছে।
রোববার (৫ জুন) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আবিরকে হাসপাতালে নিয়ে আসা পথচারী সুমন মোল্লা জানান, রাজধানী সুপার মার্কেটের সামনে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি বাস তাকে ধাক্কা দেয়। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকলে, আমরা তাকে উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে আসি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
তিনি আরও জানান, নিহত আবিরের বাসা কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায়। তার বাবার নাম মো. শাহজাহান আলী। আবির পরিবারের একমাত্র সন্তান ছিলো।

এই বিভাগের আরো খবর