বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ২ ১৪৩২   ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩২৩

দেবীদ্বারে উপজেলা চেয়াম্যানের পানিবন্দী ৫শ পরিবারে ত্রাণ বিতরণ

কুমিল্লা প্রতিনিধি:

প্রকাশিত: ২৬ জুন ২০২২  

দেবীদ্বারে গোমতী নদীর বেরীবাঁধে পানিবন্দী ৫০০ পরিবারের মধ্যে নিজ উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.আবুল কালাম আজাদ । শনিবার  বিকালে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের গোমতী নদীর ভেরীবাঁধের ভেতরে লক্ষীপুর গ্রামের গোমতী নদীর ব্রীজ সংলগ্ন মসজিদ মাঠে ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। 

৬নং ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ মফিজুল ইসলাম’র সভাপতিত্বে এবং আব্দুল কাইয়ুম মূন্সীর সঞ্চালনায় উক্ত খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ কুমিল্লা (উঃ)র সাংগঠনিক সম্পাদক, দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন ফতেয়াবাদ  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ।

অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, আ’লীগ উপজেলা কিমিটির সদস্য মোঃ লুৎফর রহমান, অবসরপ্রাপ্ত পুলিশ আবুল কাসেম, ডাঃ ইকবাল হোসেন, সুজিত পোদ্দার, ৮নং ওয়ার্ড মেম্বার খোরশেদ আলম, ছাত্র লীগ নেতা সায়ন দাস প্রমূখ। 
প্রধান অতিথি মোঃ আবুল কালাম আজাদ বলেন, বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকার যে কোন দূর্যোগ মোকাবেলায় জনগনের পাশে আছে এবং থাকবে। ক্ষতিগ্রস্থ্য পরিবারগুলোর তালিকা প্রণয়ন করা হচ্ছে। ক্ষতিগ্রস্থ্যদের খাদ্য, আবাসনসহ নানা প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে।

এই বিভাগের আরো খবর