বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪   আশ্বিন ২৫ ১৪৩১   ০৬ রবিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৬২৫

সেহরি খাওয়ার সময় শেষ হয়ে গেলে করণীয়

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২২  

এ অনিচ্ছাকৃত সেহরি তরক হওয়ায় রোজার ক্ষতিও হবে না, সওয়াবও কমবে না। সেহরির সময় আছে মনে করে খেয়ে পরে যদি দেখা যায়, সেহরির সময় শেষ হওয়ার পর খাওয়া হয়েছে, তাহলে সে রোজা পূর্ণ করে পরে আবার একটি কাজা আদায় করতে হবে। আর সেহরির সময় শেষ হয়েছে জেনেও যদি পানাহার বা রতিক্রিয়া করা হয়, তাহলে কাজা ও কাফারা উভয়টা আদায় করতে হবে।


যদি কারও শারীরিক অবস্থা এমন হয় যে, সেহরি না খেয়ে তার পক্ষে রোজা রাখা আদৌ সম্ভবপর নয়, তাহলে রোজা ছেড়েও দিতে পারবেন এবং পরে তা কাজা আদায় করে নেবেন।

সেহরি খাওয়ার সুযোগ থাকা অবস্থায় ইচ্ছাকৃতভাবে বা অলসতাবশত সেহরি না খেয়ে রোজা রাখলে সেহরির সুন্নত তরক হবে। সেহরি তরক করা মাকরুহ। অর্থাৎ সওয়াব কমে যায়।