ব্রেকিং:
আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড

শুক্রবার   ০৪ জুলাই ২০২৫   আষাঢ় ১৯ ১৪৩২   ০৮ মুহররম ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৫৮

শাকিব ছাড়া বুবলীর পথচলা শুরু

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৯  

 

শাকিব খানের হাত ধরে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন শবনম বুবলী। এরই মধ্যে তাঁরা জুটি বেঁধেছেন নয়টি চলচ্চিত্রে। গণমাধ্যমে বুবলীকে বলা হতো শাকিব খানের নায়িকা। তবে এবার শাকিব ছাড়াই পথচলা শুরু করলেন বুবলী। চিত্রনায়ক নিরবের বিপরীতে অভিনয় করছেন ‘ক্যাসিনো’ চলচ্চিত্রে।

২৪ নভেম্বর থেকে এফডিসিতে শুরু হচ্ছে ‘ক্যাসিনো’ ছবির শুটিং। ডিসেম্বরে একাধিক গান ও কিছু দৃশ্যের শুটিং হবে ইন্দোনেশিয়ার বালিতে। ছবিটি পরিচালনা করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৈকত নাসির।

কেন বুবলীকে পছন্দ? আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) এনটিভি অনলাইনকে সৈকত নাসির বলেন, ‘আসলে ছবির গল্পের প্রয়োজনে মিষ্টি একজন নায়িকা খুঁজছিলাম, যাঁর অভিনয়গুণও রয়েছে। বুবলী এরই মধ্যে শাকিব খানের সঙ্গে অনেক চলচ্চিত্রে কাজ করেছেন। অভিনয়শিল্পী হিসেবে প্রশংসা পাচ্ছেন। আমার গল্পের চরিত্রটা অনেক চ্যালেঞ্জিং, যে কারণে বুবলীকে নিয়েছি। তিনি পারবেন।’ 

ছবির গল্প নিয়ে নাসির জানান, থ্রিলারধর্মী হবে ‘ক্যাসিনো’। তামিল বা বিদেশি ছবির নকল নয়, আবার বর্তমানে ক্যাসিনো শব্দটি আলোচনায় বলে সেটা পুঁজি করতেও নয়। গল্পের প্রয়োজনে নামটি ব্যবহার করেছেন। দর্শকের ভালো লাগবে বলে তাঁর আশা।

গণমাধ্যমকে বুবলী বলেন, ‘সব সময় বলেছি, ভালো গল্পের সিনেমা পেলে অন্যদের সঙ্গে কাজ করব। এর আগে একাধিক ছবির ব্যাপারে অন্যদের সঙ্গে কথাবার্তা প্রাথমিকভাবে হয়েছিল। শেষ পর্যন্ত টাইমিং হয়নি। তবে এবার ক্যাসিনোর মাধ্যমে ব্যাটে-বলে মিলে গেছে। সে  জন্য আমি কাজ করছি।’

বেসরকারি টেলিভিশনের সংবাদ পাঠিকা থেকে ২০১৬ সালে চলচ্চিত্র শুরু করেন শবনম বুবলী। শাকিব খানের নায়িকা হয়ে বসগিরি, শুটার, রংবাজ, অহংকার, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা’, ‘সুপার হিরো’, ‘ক্যাপ্টেন খান’, ‘পাসওয়ার্ড’, ‘মনের মতো মানুষ পাইলাম না—এই নয়টি চলচ্চিত্রে কাজ করেন। মুক্তির অপেক্ষায় আছে শাকিব সুমন পরিচালত ‘একটু প্রেম দরকা’র, কাজী হায়াৎ পরিচালিত ‘বীর’ ছবিতে তাঁর শাকিব খানের বিপরীতে অভিনয় করার কথা রয়েছে।

সিমপ্লেক্স ইন্টারন্যাশনাল প্রযোজিত প্রথম ছবি ‘ক্যাসিনো’। নিরব-বুবলী ছাড়াও ছবিতে অভিনয় করছেন খলনায়ক তাসকিন আহমেদ। আর ছবির পরিচালক সৈকত নাসির ‘দেশা : দ্য লিডার’-এর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

এই বিভাগের আরো খবর