বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ২ ১৪৩২   ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৫৮

ময়মনসিংহে ৭০ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ২

সেকান্দর আলী (ময়মনসিংহ ব্যুরো চীফ) 

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২১  

 

পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ সফিকুল ইসলাম অফিসার-ইনর্চাজ জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহের নির্দেশনায় এসআই কামরুল হাসান সংগীয় অফিসার ফোর্সসহ আসন্ন শারদীয় দুর্গাপুজা উপলক্ষ্যে কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১২ অক্টোবর ২০২১  তারিখ সকাল ০৫.৫০ ঘটিকার গোলপুকুরপাড় ঈশান চক্রবর্তী রোডের মোয়াজ্জেম হোসেন (৭০), পিতা মৃত-ছলিম উদ্দিন মন্ডল এর বাসা নং-৩/ক এর ৫ তলা বাসার নিচতলা থেকে ৭০ বোতাল বিদেশী মদ (এলকোহল)সহ চোরাকারবারী ১। আসামী ১। সুজন ঘোষ (৩৩), পিতা-হরিপদ ঘোষ, মাতা-বেলা রানী ঘোষ, সাং-ইলুচিয়া বাজার, থানা-বাজিতপুর, জেলা-কিশোরগঞ্জ, এ/পি সাং-৯২ ডিবি রোড (রতন পন্ডিত (৫৫) এর বাসার ভাড়াটিয়া), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ, ২। তপন পাল (৬০), পিতা মৃত-মনিন্দ্র চন্দ্র পাল, মাতা মৃত-সুনীতি বালা পাল, এ/পি সাং-বাসা নং-১২/ক স্বদেশী বাজার (বাবলা ঘোষ (৬০)  এর বাসার ভাড়াটিয়া), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়। 
০২ মাদক চোরাকারবারী এবং ৭০ বোতল বিদশেী মদ উদ্ধারের বিষয়ে কোতোয়ালী মডেল থানায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়। আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
 

এই বিভাগের আরো খবর