মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫   পৌষ ৯ ১৪৩২   ০৩ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮০

বেনাপোল দিয়ে ভারত থেকে ফেরত আসা ২ বাংলাদেশির করোনা শনাক্ত

বেনাপোল (যশোর)সংবাদদাতা 

প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২২  

করোনা শনাক্ত হওয়া ২ জন হলেন— হাবিবুর রহমান (৬০) এবং হাবিবুল্লাহ সোহান (৩০)।তাদের দুইজনকেই  আইসোলেশনে রাখা হয়েছে বলে জানা গেছে।

ভারত থেকে চিকিৎসা শেষে বেনাপোল চেকপোস্টে দিয়ে দেশে প্রবেশ করেন, এ সময় তাদের নমুনা পরীক্ষা করা হলে রিপোর্ট করোনা পজিটিভ আসে।তাদের সঙ্গে থাকা আরেক যাত্রীর রিপোর্ট নেগেটিভ এসেছে।

এসব তথ্য নিশ্চিত করেন,বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগের চিকিৎসক আশরাফুজ্জামান জানান,বিশেষ ব্যবস্থায় আক্রান্ত ২ জন এবং তাদের সঙ্গে থাকা অপর যাত্রীকে বেনাপোল থেকে যশোর নিয়ে আইসোলেশনে রাখা হয়েছে। যশোর জেনারেল হাসপাতালের রেড জোনে আজ বুধবার বিকেলে তাদের ভর্তি করা হয়। আগামী ১৪ দিন সেখানে কোয়ারেন্টাইনে থেকে তাদের চিকিৎসা নিতে হবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি মো. রাজু আহমেদ জানান, ভারতে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন ওই ২ যাত্রী। এদিন চেকপোস্টে আসলে তাদের করোনা টেস্ট করা হয় এবং রিপোর্ট পজেটিভ আসে। ইমিগ্রেশনের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়। 
 

এই বিভাগের আরো খবর