ব্রেকিং:
‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন—ফজরের পর ইন্তেকাল করেছেন বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর বেঁচে নেই...

মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৬ ১৪৩২   ১০ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৭৪২

দৌলতখানে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষাগত যোগ্যতা ও স্কুলের জমি

নোমান হাওলাদার

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২১  

 ভোলার দৌলতখানে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষাগত যোগ্যতা ও  স্কুলের জমি আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, উপজেলার ৪ নং দক্ষিণ চরশুভী জাতীয়করণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের ০১-০১-১৯৮৬ এইচ. এস. সি পাশ দেখিয়ে বিদ্যালয়ে যোগদান করেন।

পরবর্তীতে ০১-১১-২০১২ ইং তারিখে বি. এ. অনার্স এবং ১১-০৬-২০১৩ ইং তারিখে বি.এ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট দেখিয়ে প্রধান শিক্ষকের পদে বহাল রয়েছেন। এদিকে বিদ্যালয়ের নামে ১২-১০-১৯৭২ সালে ১২৯৫ দলিলে ৭৫ শতাংশ জমি স্কুলের নামে সাবকাওলা থাকলেও প্রধান শিক্ষক মাত্র ৩২ শতাংশ জমি বিদ্যালয়ের নামে নামজারী করে বাকি ৪৩ শতাংশ জমি নিজ ভোগ দখলে রেখেছে।
 
এ বিষয় বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মাহে আলম পাটোয়ারীর এক লিখিত অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনী ব্যবস্থা নেওয়ার জন্য ২-৩-২০২১ ইং তারিখ সহকারী কমিশনার শিক্ষা শাখা জেলা প্রশাসনের কার্যালয় ভোলা থেকে দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তাকে  নির্দেশ দেওয়া হলে ঐ পত্রের অনুবলে নির্বাহী কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তাকে ২৯-০৩-২০২১ তারিখের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন।

পরবর্তীতে শিক্ষা কর্মকর্তা ঐ আদেশের বলে সহকারী শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি তদন্ত পূর্বক প্রতিবেদন দেওয়ার আদেশ দেন। নির্দেশনা বলে সহকারী শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম অভিযোগ কারী মাহেল আলম পাটোয়ারী ও অভিযুক্ত প্রধান শিক্ষককে ০৬-০৪-২০২১ ইং তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে তার কার্যালয় উপস্থিত থাকার নির্দেশ দেন। এবিষয় প্রধান শিক্ষককের নিকটে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। সহকারী কর্মকর্তা নজরুল ইসলাম জানান, এ ব্যাপারে তদন্ত চলমান আছে ।

এই বিভাগের আরো খবর